সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বিশেষ সাক্ষাৎকার

'দুঃখজনক হলেও সত্য সংসদ ভবন অঙ্গনে স্বাধীনতাবিরোধীর কবর আছে'

বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, মহিয়সী বীরাঙ্গনা মা-বোনসহ অগণিত মানুষের অসামান্য আত্মত্যাগ ও ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের সোনার বাংলাদেশ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমূল্য সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযোদ্ধাদের তথ্য রক্ষার নিরিখে বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধাদের অন্যতম এক সংগঠন 'রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ৭১'। বিশেষ এক সাক্ষাৎকারের মাধ্যমে সংগঠনটির মূল আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী সংগঠনটির কাঠামো, আদর্শ ও পরিকল্পনার বিভিন্ন উল্লেখযোগ্য দিক আলোকপাত করেন। জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শোনার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। যা তাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে বিশেষভাবে অনুপ্রাণিত করে।

প্রশ্ন: আপনারা কবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন এবং সেই প্রেক্ষাপট সম্পর্কে কিছুটা আলোকপাত করবেন কী?

উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়। দেশ ফিরে যায় পাকিস্তানি ভাবধারায়। আমাদের একটা দীর্ঘ দুঃসময় গেছে যখন আমাদের মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া ছিল দুঃসাধ্য। সেই অবস্থা থেকে মুক্তিযোদ্ধাদের অনেকে নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ও সেই মর্মে দেশের ইতিহাসকে পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছেন।

করোনা মহামারিকালে আমিসহ কয়েকজন সহযোদ্ধা হাতিয়া বিএলএফ কমান্ডার রফিকুল আলম, নৌ কমান্ডো মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জের শ্রীনগরের আবদুল হালিম খান, যুদ্ধাহত আবদুর রাজ্জাক, ফেনীর রফিকুল আলম একটি সংগঠন শুরুর পরিকল্পনা করি। গত ২২ জানুয়ারি রফিকুল আলমের সভাপতিত্বে করোনা মহামারির মধ্যে শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে সংগঠনের খসড়া ঘোষণাপত্র উপস্থাপন করি।

ঘোষণাপত্রে সংগঠনের আদর্শ ও মুক্তিযোদ্ধাদের সমস্যাগুলো তুলে ধরা হয়। ঘোষণাপত্রের আলোচনায় অনেক সহযোদ্ধা অংশ নেন এবং তাদের মূল্যবান পরামর্শ তুলে ধরেন। সেখানে সিদ্ধান্ত হয়, করোনা মহামারি সহনীয় পর্যায়ে আসলে ও রমজানের পর বড় আকারে সারা দেশের মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে দ্বিতীয় সাধারণ সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হওয়া পর্যন্ত রাজজাকুল হায়দার চৌধুরীকে আহ্বায়ক, মোশাররফ হোসেন ও আবদুল হালিম খানকে যুগ্ম আহ্বায়ক এবং শামসুল আলম শামসকে সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এরপর গত ২৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টরস কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবিব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি জাহিদুল হক, প্রবীণ সাংবাদিক শামীম আক্তার চৌধুরী।

প্রশ্ন: আপনাদের সংগঠনের মাসিক ও সাপ্তাহিক কোনো আয়োজন বিষয়ক পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা দিবেন কী?

উত্তর: আমাদের এই সংগঠন শুরুর পর থেকে আমরা প্রতিমাসে আলোচনা সভা আয়োজনের চেষ্টা করছি। যেন মুক্তিযুদ্ধের ইতিহাসসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বাস্তবভিত্তিক বিষয়গুলো আলোচিত হয়।

প্রশ্ন: আপনারা সংগঠনটি পরিচালনা করতে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন?

উত্তর: স্বাভাবিকভাবেই একটা সংগঠন পরিচালনা করা খুব সহজ নয়। বিশেষ করে তা কিছুটা কঠিন হয় প্রবীণ মুক্তিযোদ্ধাদের জন্য। আমরা অনেকেই বয়সের ভারে বেশ ন্যুব্জ। ইতোমধ্যে অনেক সহযোদ্ধা মারা গেছেন। বাকিদের মধ্যে অনেকেই চলাচল শক্তি হারিয়ে ফেলেছেন। তবে এই সমস্যা থাকা সত্ত্বেও প্রতিটি সভায় শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতি দেশপ্রেমের বিশুদ্ধ আদর্শে লালিত আশাব্যঞ্জক দিকগুলো তুলে ধরে।

প্রশ্ন: বর্তমানে আপনাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে কিছু বলবেন কী?

আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর দর্শন, প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমরা ইতোমধ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্বলিত গল্প বলা শুরু করেছি। এটাকে দেশব্যাপী বিস্তৃত করার কাজ শুরু হয়েছে। আর আমরা সহযোদ্ধারা অবিরতভাবে সেই চেষ্টা চালিয়ে যাব। দেশব্যাপী অনেক মুক্তিযোদ্ধার অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসন সংক্রান্ত বাস্তবভিত্তিক অনেক কাজ অপূর্ণ আছে।

প্রশ্ন: আপনাদের সাংগঠনিক-অর্থনৈতিক দিকগুলো কীভাবে পরিচালিত হয়? আপনাদের সদস্য কত? মুক্তিযুদ্ধে অংশ নেওয়া স্কল মুক্তিযোদ্ধা কি এতে অংশ নিতে পারেন?

উত্তর: আমাদের সকল সদস্যদের ব্যক্তিগত অবদানের মাধ্যমে এই সংগঠনের বিভিন্ন ব্যয়ভার পরিচালিত হয়। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ২০০। সদস্যদের জন্য একটি অন্যতম শর্ত হলো মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর দর্শন ধারণ। অন্যথায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হলেও আমাদের সদস্য হতে পারবেন না।

আলোচনার শেষপর্যায়ে রাজ্জাকুল হায়দার চৌধুরী বেশ দুঃখ মিশ্রিত স্বরে বলেন, 'একটি দুঃখজনক হলেও সত্য দিক হলো আমাদের জাতীয় সংসদ ভবন অঙ্গনে কয়েকজন বাংলাদেশের স্বাধীনতাবিরোধী নেতার কবর আছে। আন্তর্জাতিক স্থপতি লুই কানের নকশা অনুযায়ী সংসদ ভবন অঙ্গনে কোনো কবর থাকার প্রশ্নই উঠে না, রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের করব তো নয়ই। এসব কবর সরানোর জন্য আমরা মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও প্রগতিশীল শক্তিকে এক করে একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলব।

মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, যাদের অসামান্য ও রক্তক্ষয়ী আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের সোনার বাংলাদেশের পূর্ণাঙ্গ চিত্র, আমাদের স্বাধীনতা। তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠন 'রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ৭১' বাংলাদেশের প্রকৃত ইতিহাস বিনির্মাণে আগামীর সফল অগ্রযাত্রায় আমার আন্তরিক শুভকামনা।'

এসজি

Header Ad
Header Ad

আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা এবার প্রক্সি ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠকটি ছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের মধ্যে।

বৈঠক শেষে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, যুক্তরাজ্য বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক পরিবেশ দেখতে চায় এবং সেই লক্ষ্যে তারা বাংলাদেশের পাশে থাকবে।

তিনি আরও বলেন, "আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফলপ্রসু আলোচনা করেছি এবং সহায়তার প্রস্তাব দিয়েছি," উল্লেখ করে বলেন, "যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচনের সফলতা নিশ্চিত করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"

এদিকে, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। তিনি জানান, নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে এবং বিদেশি পর্যবেক্ষকদের প্রশিক্ষণ প্রদানসহ নানা বিষয় নিয়ে কাজ করছে।

নির্বাচনের সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পর্কিত সব প্রস্তুতি শেষ করতে হবে, যাতে নির্ধারিত সময়সীমা মিস না হয়।"

এছাড়া, পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতির কথাও তিনি উল্লেখ করেন, যা আসন্ন জাতীয় নির্বাচনকে আরও সুষ্ঠু ও স্বচ্ছ করতে সহায়ক হবে।

Header Ad
Header Ad

“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”

ছবি: সংগৃহীত

ধর্ষণের সঠিক বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “মাগুরায় আমাদের বোনকে যারা ধর্ষণ করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল আন্দোলনে থাকবে। তাদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।”

সোমবার (১০ মার্চ) হাইকোর্ট গেটের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটি নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, এবং বিচারহীনতার প্রতিবাদে অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় হাজারখানেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

 

ছবি: সংগৃহীত

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে আমরা শুধুই গতানুগতিক বক্তব্য শুনে আসছি। তাদের আন্তরিকতার অভাব স্পষ্টভাবে লক্ষ্য করছি।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিচারের দাবিতে ক্লাস বর্জন করেছে এবং রাজপথে নেমেছে। ছাত্রদল তাদের সর্বাত্মক সমর্থন জানাচ্ছে। আমরা সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।”

ছাত্রদল সভাপতি বলেন, “গত ১৫ বছরে সমাজ ব্যবস্থার যে ধ্বংস হয়েছে, তা আমরা পরিবর্তন চাই। আমাদের বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার নারীর প্রতি নির্যাতন বন্ধ করতে পারবে।”

রাকিবুল ইসলাম রাকিব অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা যতদিন আছেন, দয়া করে ধর্ষণ ও নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নাহলে আমরা আপনাদের ওপর আঙুল তুলতে বাধ্য হবো।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বের সবচেয়ে দুর্বল সরকার বলে মনে হচ্ছে। দেশবাসী সমর্থন দেওয়ার পরও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে। মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ করার মতো ঘটনা দেখিয়েছে, যে সমাজে বিচারহীনতার সংস্কৃতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।”

তিনি বলেন, “২০২০ সালে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হলেও বিচার নিশ্চিত না হওয়ায় ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। ছাত্রদল সরকারকে আহ্বান জানাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।”

মানববন্ধনে ছাত্রদল নেতারা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন এবং ধর্ষণ ও নিপীড়নের সঠিক বিচার নিশ্চিতের দাবি জানান।

Header Ad
Header Ad

ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?

যুজবেন্দ্র চাহাল ও তার বান্ধবী আরজে মাহভাশ। ছবি: সংগৃহীত

ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে ধনশ্রী ভার্মার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। এক মাসও পেরোয়নি, তার আগেই চাহাল ধরা পড়েছেন নতুন এক সুন্দরী নারীকে নিয়ে।

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে হাস্যোজ্জ্বল চেহারায় উপস্থিত ছিলেন চাহাল। তার সঙ্গী এই ‘নতুন নারী’ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে, এক্ষেত্রে চাহালের নতুন সঙ্গী হিসেবে যে নাম উঠে এসেছে, তা হলো আরজে মাহভাশ।

আরজে মাহভাশ ও যুজবেন্দ্র চাহাল। ছবি: সংগৃহীত

মাহভাশের জন্ম আলিগড়ে। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রেডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করার পর, ইউটিউবে নারীর ক্ষমতায়ন এবং স্বাধীনতার বিষয়ে বিভিন্ন ভিডিও তৈরির মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন।

মাহভাশের নাম নিয়ে বহু দিন ধরে গুজব চলছিল যে, তিনি চাহালের সঙ্গে সম্পর্ক করছেন। তবে, সরাসরি ক্যামেরায় দেখা যাওয়ার পর, মাহভাশ বিষয়টি স্পষ্ট করেছেন। তার ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, "বলেছিলাম না, জিতে ফিরব। আমি ভারত দলের জন্য শুভ শক্তি।"

আরজে মাহভাশ। ছবি: সংগৃহীত

এদিকে, চাহালও নিজের অনুরাগীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, এই ধরনের ভিত্তিহীন খবর না ছড়ানোই শ্রেয়, কারণ এটি তার পরিবারকে কষ্ট দিতে পারে।

ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে বেশ কিছু বিতর্ক উঠেছিল। ২০২০ সালে তারা বিয়ে করেন, কিন্তু পারস্পরিক বোঝাপড়ার অভাবে সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পর, তাদের মধ্যে কোনও ধরনের খারাপ মন্তব্য হয়নি এবং সামাজিক মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর ধনশ্রীকে নিয়ে নানা ট্রোলিং শুরু হয়। তবে, ধনশ্রীর পরিবার স্পষ্ট জানিয়েছে, কোনও অর্থ দাবি করা হয়নি এবং এমন কোনও প্রস্তাবও দেওয়া হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন
শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম
দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস
মাগুরায় শিশু ধর্ষণ : আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান
আয়োজক হয়েও ট্রফি বিতরণে জায়গা হয়নি পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ডিসি-এসপিদের কক্ষে গিয়ে কাজ তদারকি করছে: রিজভী
ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু গ্রেফতার
‘আ.লীগ কর্মীদের তওবা করে অন্য দলে যোগ দেয়া উচিত’
যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
একা থাকার অভ্যাস বাড়ছে শিক্ষিত নারীদের, কমছে বিয়ের আগ্রহ
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামির রিমান্ড মঞ্জুর  
অনলাইন ব্যবসায়ীদের জন্য ৯ নির্দেশনা হাইকোর্টের