মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতি খুব একটা নেই। তামিম, মাহমুদউল্লাহর পর মুশফিকও বিদায়ের মাধ্যমে হিসেবে বেছে নিয়েছেন সামাজিক মাধ্যমকে। মাঠ থেকে বিদায় দিতে না পারলেও ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির।
বাংলাদেশের ক্রিকেটে বিদায়ের ক্ষেত্রে সামাজিক মাধ্যমই হয়ে উঠেছে প্রধান মাধ্যম, যেখানে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদও তাদের বিদায় ঘোষণা করেছেন। তবে এবার মুশফিকুর রহিমও সেই পথে হাঁটতে যাচ্ছেন। মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় না হলেও, ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি বিষয়টি নিশ্চিত করে বলেন, “মুশফিকের বিদায়ী সংবর্ধনা আমরা অবশ্যই পরিকল্পনা করব। এটি একটি স্বাভাবিক ঘটনা। মুশফিক দেশের একজন কিংবদন্তি, যার অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য অসীম। ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের পথপ্রদর্শক ছিলেন।”
ফারুক আহমেদ, বিসিবির আরেক কর্মকর্তা, মুশফিকের ক্রিকেট জীবনকে স্মরণ করে বলেন, “২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার খেলা শুরু, তারপর ২০০৭ বিশ্বকাপ এবং আজকের দিন পর্যন্ত, তার প্রদর্শিত পথ তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবি তার সব অর্জন স্মরণ করে, এবং আমাদের পক্ষ থেকে এক বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আমরা পরিকল্পনা করছি, কীভাবে তাকে একটি সম্মানজনক বিদায়ী সংবর্ধনা দেওয়া যায়।”
মুশফিকুর রহিম ২০০৫ সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন, এবং ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। তার ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচে ৭৭৯৫ রান, নয়টি সেঞ্চুরি এবং ৪৯টি ফিফটি রয়েছে।
