ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু গ্রেফতার

গ্রেফতার রিংকু। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণীকে ধূমপান করার কারণে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেফতার হয়েছে। সোমবার (১১ মার্চ) এই তথ্যটি ফেসবুকে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী তার পোস্টে জানান, “লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকু গ্রেফতার হয়েছে গতকাল রাতে।” তিনি তার পোস্টে গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইনও উল্লেখ করেন।
ঘটনাটি ঘটে ২ মার্চ, যখন লালমাটিয়ার একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি জানান, যা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও ঘটনাটি ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় অনেকেই সামাজিকভাবে প্রতিবাদ জানান এবং অভিযুক্তের শাস্তি দাবি করেন। বিশেষ করে নারীদের ধূমপান নিয়ে কিছু সমালোচনা শোনা যায়। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয় এবং পরে রিংকু গ্রেফতার হয়। তবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
