রবিবার, ৯ মার্চ ২০২৫ | ২৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

১৬ মাস পর ব্রাজিল দলে ফিরে যা জানালেন নেইমার

নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

প্রায় ১৬ মাস পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরে আসলেন নেইমার। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সেলেসাওরা কলম্বিয়ার বিরুদ্ধে আরেকটি ম্যাচ খেলবে। নেইমারের জাতীয় দলে ফেরাটা ছিল প্রত্যাশিত, এবং কোচ দরিভাল জুনিয়র তাকে রেখেই ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।

নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন। সে সময়ই এসিএল ইনজুরিতে পড়েন তিনি, যা তাকে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে বাধ্য করেছিল। এরপর ২০২৪ সালের অক্টোবরে সৌদি ক্লাব আল-হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ফিরলেও পুনরায় চোটের কারণে তাকে ক্লাব ছাড়তে হয়েছিল। এরপর তিনি ফিরে আসেন সান্তোসে, তার শৈশবের ক্লাবটিতে।

নেইমারের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, তিনি কোচ দরিভালের দল ঘোষণার সংবাদ সম্মেলন টিভিতে দেখছিলেন এবং ফিরতে পেরে অত্যন্ত খুশি। এ পোস্টে তিনি লেখেন, "ফিরতে পেরে খুশি।" নেইমারের জাতীয় দলে ফিরে আসা নিয়ে সেলেসাও সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিকে, নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ব্রাজিলের কোচ দরিভাল বলেন, “নেইমারের জাতীয় দলে প্রতিনিধিত্বের বিষয়ে নতুন কিছু বলার নেই। তার যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটি আমরা সবাই জানি। তবে তার দক্ষতা এবং সামর্থ্য সম্পর্কে আমরা সকলেই সচেতন।"

এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত নেইমারের ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। কোচ দরিভাল আরও বলেন, “আমরা তার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ছিলাম। আমি আশা করি, নেইমারও তার ফিরে আসা নিয়ে খুশি। তার পুরোনো সামর্থ্য ফিরে পাওয়ার জন্য আমরা তাকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত। তবে আমরা তার উপর অত্যধিক দায়িত্ব চাপাতে চাই না, বিশেষ করে আসন্ন কঠিন ম্যাচগুলোতে তাকে দলের জন্য প্রস্তুত দেখতে চাই।”

Header Ad
Header Ad

শিরোপার লড়াইয়ে, শেষ হাসি কার ভারত নাকি কিউইদের

ছবিঃ সংগৃহীত

বালুকাবেলায় সূর্য যখন রোদের আঁচ ছড়াবে, দুবাইয়ের মাঠে তখন উঠবে শিরোপার দামামা। আয়োজক পাকিস্তান হলেও চূড়ান্ত লড়াই হচ্ছে মরু শহরে, যেখানে বিকেল ৩টায় মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ইতিহাসের পাতায় ভারত দুইবার এই শিরোপা ছুঁয়েছে, তবে শেষবার জয় উদযাপন করেছিল এক দশকেরও আগে, ২০১৩ সালে। নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা আরও পুরোনো, ২০০০ সালের স্মৃতিতে বন্দী। দুই দলই আজ ফিরিয়ে আনতে চায় সোনালি অতীত, আর সেই যুদ্ধেই এগিয়ে থাকবে ভেন্যু ও কন্ডিশনের সুবিধায় ভারত!

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে ভারতই একমাত্র দল যারা এক ভেন্যুতেই খেলেছে কোনো রকম সফর করতে হয়নি। কারণ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, আর ভারত রাজনৈতিক কারণে সেখানে খেলতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের 'হাইব্রিড মডেল' বেছে নিয়েছে। যেখানে ভারতের ম্যাচগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে, আর বাকি সব ম্যাচ আয়োজিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। আর দুবাই ভারতের ক্রিকেটারদের কাছে বেশ পরিচিতও। কেননা তারা এখানে ২০২০ এবং ২০২১ মৌসুমে আইপিএলের ম্যাচ আয়োজন করেছিল। বলা চলে এটা তাদের জন্য ঘরের মাঠই। যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড তাদের চার ম্যাচ খেলতে করাচি, রাওয়ালপিন্ডির, দুবাই, লাহোর ঘুরে ফের এসেছে ফাইনাল খেলতে দুবাইয়ে এ নিয়ে বাহিরে বেশ সমালোচনা হলেও মাঠে যে তার প্রভাব নেই তা বলাই যায়।

এদিকে গেল কয়েক আসর ধরেই বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির টানা তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। এটি তাদের ধারাবাহিক সাফল্যের অন্যতম প্রমাণ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। তবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই গল্প আর পুনরাবৃত্তি হয়নি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উচিয়ে ধরেছিল শিরোপা। বছর না ঘুরতেই তাদের সামনে আরো একটি বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের হাতছানি।

এবারের আসরে ভারত এখন পর্যন্ত হারেনি একটি ম্যাচও। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উড়িয়ে শুরু করেছিলো তারা এবারের আসর। এরপর পাকিস্তান, নিউজিল্যান্ড ও সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে সবার আগে নিশ্চিত করেছিল ফাইনালের টিকিট। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডও আসরের শুরু থেকে উড়ছিল। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশকেও উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছিল। যদিও সেমিতে ফের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তবে নিউজিল্যান্ডকে ওড়াতে ফাইনালে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারত প্রবল আত্মবিশ্বাস নিয়ে নামবে। দুর্দান্ত ব্যাটিং লাইনআপ, অভিজ্ঞ বোলিং ইউনিট এবং সাম্প্রতিক সাফল্য ভারতের ফেবারিট তকমা নিশ্চিত করেছে। তবে নিউজিল্যান্ডও কম যায় না। হয়তো দলে বড় মাপের তারকা নেই ভারতের মতো তবে তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে তাদের দুর্দান্ত একটি দল বানানো রয়েছে। আর দলের সবাই রয়েছে দারুণ ফর্মেও। তাদের দলীয় সংহতি ও চাপ সামলানোর ক্ষমতা প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। দুই দলই ফাইনালে জয়ের জন্য মরিয়া, তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম ভারতের পক্ষেই কথা বলছে। এখন দেখার বিষয়, দুবাইয়ের মঞ্চে কার হাতে উঠবে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ ট্রফি!

Header Ad
Header Ad

মধ্যরাতে উত্তাল ঢাবি, ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি  

ছবিঃ সংগৃহীত

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

শনিবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন তারা। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে মিছিল বের হলে পরে এতে অন্য হলগুলোর নারী শিক্ষার্থীরা যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত একটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের বিচার হয় কি না, তা আমরা জানতে পারি না। দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা বাস্তবায়ন হতে দেখি না। এ অবস্থা থেকে উত্তরণে আইন সংশোধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Header Ad
Header Ad

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

শনিবার (৮ মার্চ) দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ। আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। কারণ (সাবেক প্রধানমন্ত্রী) অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি; প্রতিবেশীদের নয়। সুতরাং, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ক্ষমতায় আসে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। সবশেষ শুক্রবারও (৭ মার্চ) বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।

বাংলাদেশে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে।

শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশের ‘হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর সহিংসতা’র অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ভারত আশা করছে, বাংলাদেশ কোনও ধরনের পার্থক্য না করেই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে।

জয়সওয়াল বলেন, আমরা বারবার গুরুত্ব দিয়ে বলেছি যে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের পাশাপাশি তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

এর আগে, গত মাসে ওমানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক করেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিরোপার লড়াইয়ে, শেষ হাসি কার ভারত নাকি কিউইদের
মধ্যরাতে উত্তাল ঢাবি, ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি  
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং
পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে ডেকেছে তদন্ত কমিশন
ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরায়েলি নারী, একজনের মরদেহ মিলল লেকে
নারী দিবসে জ্যাকলিনের চমক! এই প্রথম বাংলা গান গাইলেন অভিনেত্রী (ভিডিও)
ঈদে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার
ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, মধ্যবিত্তের মাথায় হাত
টাঙ্গাইলে মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা
মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, তবে কি বলিউড থেকে বিদায় নিচ্ছেন প্রিয়াঙ্কা?
মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি
ইফতার মাহফিল স্থগিত করলো বিএনপি
আমুর কোটিপতি এপিএস আজাদের অবৈধ সম্পদের সন্ধানে দুদক
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬
চুয়েটে মাদক সেবনকালে দুই আবাসিক হলের ১৩ শিক্ষার্থী আটক
জুলাই অভ্যুত্থানে ১১ নারী শহীদ হয়েছেন: উপ‌দেষ্টা আসিফ মাহমুদ
সাতক্ষীরায় পুকুরে মাছ ধরায় চাচার লাঠির আঘাতে ভাইপোর মৃত্যু
আজম খানের স্বাধীনতা পদকপ্রাপ্তিতে যা বললেন মেয়ে অরণী খান
বেসরকারি নিরাপত্তাকর্মীরা পাচ্ছেন গ্রেফতারের ক্ষমতা