আয়োজক হয়েও ট্রফি বিতরণে জায়গা হয়নি পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব

ছবি: সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জয় উদযাপনের সময় ট্রফি বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর কোনো প্রতিনিধির উপস্থিতি না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার।
টুর্নামেন্টের একক আয়োজক হওয়ার কথা ছিল পাকিস্তানের। দীর্ঘ ২৯ বছর পর নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট ঘিরে বড় কিছুর স্বপ্ন দেখেছিল দেশটির ক্রিকেটপ্রেমীরা। যদিও পরবর্তীতে ভারতের বাধার মুখে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে পাকিস্তানকে। যেখানে একমাত্র দল হিসেবে দুবাইয়ে নিজেদের সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ভারত।
এই বিষয় নিয়ে বিতর্ক থেমে গিয়েছিল অনেক আগেই। এবার উঠেছে নতুন বিতর্ক। টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিসিসিআই প্রধান রজার বিনি ও ও সচিব জয় শাহ উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাউকে। ধারণা করা হচ্ছিল পিসিবিপ্রধান মহসিন নাকভি অন্তত সেই অনুষ্ঠানে থাকবেন; সেটা না হওয়ায় এখন অন্তরজ্বালা হচ্ছে শোয়েব আখতারের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব। বলেন, ‘খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও ওখানে ছিলেন না। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক।’
সাবেক এ পেসার আরও বলেন, ‘পাকিস্তানের একজন মানুষকেও ওখানে দেখলাম না। ব্যাপারটা বুঝতেই পারছি না। কেউ কেনো ট্রফি দিতে এলেন না? প্লিজ এটা নিয়ে ভাবুন। বিশ্বমঞ্চে তো আপনাদের থাকতে হবে। কিন্তু দুঃখজনক যে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনকেও সেখানে দেখলাম না। আমরা এটার আয়োজক, অথচ আমাদের কেউই নেই।’
পরে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাকে পুরস্কার বিতরণীর মঞ্চে ডাকা হয়নি। সেই সূত্র জানায়, আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ভিন্ন প্রতিশ্রুতি থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে যাননি। পিসিবির পক্ষ থেকে সিইওকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো কারণে বা ভুল–বোঝাবুঝিতে তাকে মঞ্চে ডাকা হয়নি।
