আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা

ছবি: সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা এবার প্রক্সি ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠকটি ছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের মধ্যে।
বৈঠক শেষে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, যুক্তরাজ্য বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক পরিবেশ দেখতে চায় এবং সেই লক্ষ্যে তারা বাংলাদেশের পাশে থাকবে।
তিনি আরও বলেন, "আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফলপ্রসু আলোচনা করেছি এবং সহায়তার প্রস্তাব দিয়েছি," উল্লেখ করে বলেন, "যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচনের সফলতা নিশ্চিত করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"
এদিকে, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। তিনি জানান, নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে এবং বিদেশি পর্যবেক্ষকদের প্রশিক্ষণ প্রদানসহ নানা বিষয় নিয়ে কাজ করছে।
নির্বাচনের সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পর্কিত সব প্রস্তুতি শেষ করতে হবে, যাতে নির্ধারিত সময়সীমা মিস না হয়।"
এছাড়া, পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতির কথাও তিনি উল্লেখ করেন, যা আসন্ন জাতীয় নির্বাচনকে আরও সুষ্ঠু ও স্বচ্ছ করতে সহায়ক হবে।
