যুক্তরাষ্ট্রের বুকে 'লিটল বাংলাদেশ' নামে জয়জয়কার
যুক্তরাষ্ট্রের বুকে ‘লিটল বাংলাদেশ’ নামে জয়জয়কার। এখন পর্যন্ত তিন অঞ্চলের নামকরণ করা হলো 'লিটল বাংলাদেশ'। ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামে সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল তিনটিতে।
এ ছাড়াও বাংলাদেশ এভ্যেনু ও বিএলভিডি নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম। নিউ ইয়র্ক সিটির একটি বিল এরই মধ্যে সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে বলে জানান বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফ। তার উত্থাপিত বিলটি (০৮৮০-২০২২) গত ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাস হয়েছে। যে কোনো সময় চার্চ-ম্যাকডোনাল্ড নামে সংযোগস্থলে ‘লিটল বাংলাদেশ’ নামে সাইনবোর্ড লাগানো হবে।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও হোমলন স্ট্রিটের সংযোগস্থলকে ‘লিটল বাংলাদেশ’ নামরকরণ করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে একটি সড়ক করার উদ্যোগ নিয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে নিউ ইয়র্ক নগর কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটি পাস করানোর চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের থার্ড স্ট্রিট ও আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত একটি এলাকাকে লস অ্যাঞ্জেলস শহর কর্তৃপক্ষ 'লিটল বাংলাদেশ' নামে স্বীকৃতি দেয়। এটি শহরটিতে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রাণকেন্দ্র।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বিএলভিডি’ রাখা হয়। ২০১৯ সালের ২২ জুন আনুষ্ঠানিকভাবে উক্ত সড়কে নামফলক লাগিয়ে বাংলাদেশ বিএলভিডি করা হয়।
এসএন