গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ১৫ মাসের আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ১৮ হাজার শিশু রয়েছে। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজা প্রশাসনের তথ্যমতে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত ১৪ হাজারের বেশি মরদেহ, যাদের এখনো উদ্ধার করা যায়নি। ফলে নিখোঁজ ব্যক্তিদের হিসাব হালনাগাদ করে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
টানা ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় আহত হয়েছেন অন্তত এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি। পাশাপাশি, এ ভয়াবহ আগ্রাসনে এক হাজারের বেশি স্বাস্থ্যকর্মী এবং দুই শতাধিক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।
গাজায় দীর্ঘদিন ধরে চলমান এ সহিংসতায় মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য হাসপাতাল, বিদ্যালয় ও আবাসিক ভবন। খাদ্য, ওষুধ ও জরুরি চিকিৎসাসেবার অভাবে সংকট আরও তীব্রতর হচ্ছে। তবুও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপ ইসরায়েলি হামলা বন্ধ করতে পারেনি।
