মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব। ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর খেলতে পারছেন না। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা সেখানে নেই সাকিব।

খসড়া সেই তালিকায় ৩ ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা।

শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন ৪ ক্রিকেটার। সেই তালিকায় আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়। ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টি টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রাহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। চ্যাম্পিয়নস ট্রফির পর রিয়াদ আর খেলবেন কিনা নিশ্চিত নয়, খেলা চালিয়ে গেলে তবেই তিনি থাকবেন চুক্তির আওতায়।

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল। গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী। তার সাথে যুক্ত হচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

তবে এবার একটা বিশেষ ক্যটাগরি প্রস্তুাব করতে যাচ্ছে নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। সম্ভাব্য ১ থেকে সোয়া লাখ টাকা। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম।

Header Ad
Header Ad

‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া

বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল। ছবি: সংগৃহীত

‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’-সহ নানা স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীরা মিছিল করেছেন।

মিছিলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব শতাধিক আইনজীবী অংশ নেন। এদিন দুপুর ১টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল বের করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, বর্তমান কোষাধ্যক্ষ আবদুর রশিদ মোল্লা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট যাতে ফিরে আসতে না পারে সেজন্য আমরা আদালত প্রাঙ্গণে মিছিল করেছি। জনগণ চায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসুক। আমরাও তার অপেক্ষায় আছি। দেশে ফিরে গণতন্ত্রকে এগিয়ে নিতে হাল ধরবেন তিনি।

Header Ad
Header Ad

এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

মোহাম্মদ রফিকুল আমীন। ছবি: সংগৃহীত

ডেসটিনি গ্রুপের আলোচিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবার মাঠে নামছেন নতুন রাজনৈতিক দল নিয়ে। আগামী ১৭ এপ্রিল ঢাকার হোটেল শেরাটনে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন।

ডেসটিনির ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, দল গঠনের এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাজনৈতিক নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

নতুন দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ রফিকুল আমীন নিজেই, আর সদস্য সচিবের দায়িত্বে আছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম। তিনি সম্প্রতি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ থেকে পদত্যাগ করেছেন এবং নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন।

দলের পক্ষ থেকে এক শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে, “অপার সম্ভাবনার বাংলাদেশ আজ এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা করতে যাচ্ছি।”

উল্লেখ্য যে, মোহাম্মদ রফিকুল আমীন কেবল ডেসটিনি গ্রুপেরই নয়, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। একসময় অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন কেলেঙ্কারি নিয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কারাভোগ করতে হয়েছিল তাকে। ২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন।

Header Ad
Header Ad

‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট ‘ঘুষ হিসেবে’ গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ ও এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৫ এপ্রিল (মঙ্গলবার) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় টিউলিপ সিদ্দিক ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশারফ হোসেনকে আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২–এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে ১১৩ ও ১১বি (নতুন), রোড নং ৭১) অবৈধভাবে দখল করে তা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন। এ ভবনটি সরকারি ইজারা পাওয়া জমিতে জালিয়াতির মাধ্যমে নির্মাণ করা হয়েছিল বলেও দুদক জানিয়েছে।

তদন্তের অংশ হিসেবে মনিরুল ইসলামের নেতৃত্বে একটি সাত সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মো. মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, গত ১০ মার্চ পূর্বাচলে অনিয়মের মাধ্যমে ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্যসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র দাখিল করে দুদক। এই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

এ বিষয়ে গতকাল লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি এবং তিনি সবসময় "মিডিয়া ট্রায়ালের" শিকার হয়েছেন। তার ভাষ্য, “আমি নিশ্চিত, আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি।”

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার শাসনামলের দুর্নীতির অভিযোগগুলো বড় পরিসরে তদন্ত করছে দুদক। এরই অংশ হিসেবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত চালানো হচ্ছে। বাংলাদেশে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা-সমালোচনার মুখে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’ পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ (ভিডিও)
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন
চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ
ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক
প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা