টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা

ছবিঃ সংগৃহীত
টিকটকে প্রেম করে নওগাঁর মোমিনের সঙ্গে পালিয়ে যায় সুবা। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবা টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে নওগাঁর মোমিন হোসেনের সঙ্গে পরিচিত হয়, যা ধীরে ধীরে প্রেমে পরিনয় হয়। গতকাল মোহাম্মদপুরে তারা সাক্ষাৎ করে এবং সেদিনই বাসে করে নওগাঁয় চলে যায়। পরে আজ দুপুরে তাকে উদ্ধার করে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
নওগাঁয় তার প্রেমিকের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর এক ভিডিও বার্তায় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। সুবা হেসে বলেছে, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’ পরে তাকে উদ্ধার করে নওগাঁয় র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুর থানায় সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। সুবার প্রেমিক মোমিন হোসেনকে নওগাঁ সদর থানা পুলিশ কর্তৃক আটকপূর্বক পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ।
জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।
