পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন

ছবি: সংগৃহীত
এখন থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন করা যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে এদিন সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনই মূল ভিত্তি হিসেবে ধরা হবে। যদি এই দুইটি নথি সঠিক থাকে, তবে পাসপোর্ট ইস্যুতে আর কোনো বাধা থাকবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে, সভায় গৃহীত সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় আদেশ জারি করা হবে।
এই সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
