মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
ছবি: সংগৃহীত
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীসহ বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও প্রকৌশল খাতের দক্ষ কর্মীরা কাজের সুযোগ পান। এই ভিসার দুই-তৃতীয়াংশই ভারতীয়রা পেয়ে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে।
এ অবস্থায় মার্কিন ভিসার আশায় ভারতের বিভিন্ন মন্দিরে ভিড় করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। ভারতের গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন "ভিসা হনুমান" মন্দির নামে পরিচিত হয়ে উঠেছে।
মন্দিরের পুরোহিত বিজয় ভাট জানিয়েছেন, ভিসার আবেদনকারীদের পাসপোর্ট দেবতার সামনে রেখে কীর্তন গাইতে বলা হয়। তার দাবি, ভক্তি ও বিশ্বাস থাকলে ইচ্ছা পূরণ হয়, এমনকি বহু প্রত্যাখ্যানের পরও অনেকে পূজা করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা অনুমোদন পেয়েছেন।
এছাড়া হায়দ্রাবাদের "ভিসা দেবতা" নামে পরিচিত চিলকুর বালাজি মন্দিরেও ভিসা প্রত্যাশীদের ঢল নেমেছে। তারা মন্দির প্রদক্ষিণসহ নানা আচার পালন করছেন।
একজন সফটওয়্যার প্রকৌশলী জানিয়েছেন, তাদের মধ্যে ১১ জন এইচ-১বি ভিসার আবেদন করলেও একমাত্র তিনিই অনুমোদন পেয়েছেন। কৃতজ্ঞতা জানাতে তিনি আবার মন্দিরে এসেছেন। আরেকজন সফটওয়্যার প্রকৌশলী চন্দনা জানিয়েছেন, তিনি দুই বছর ধরে প্রতি মাসে মন্দিরে আসছেন, যদিও ট্রাম্প প্রশাসনের নীতির কারণে হতাশা কাজ করছে।
দিল্লির শ্রী সিদ্ধি পীঠ চমৎকারী হনুমান মন্দিরেও ভিসা প্রত্যাশীদের আনাগোনা বেড়েছে। অনেকেই ৪১ দিন মাংস, মদ, পেঁয়াজ ও রসুন বর্জন করে উপবাস করছেন, যাতে তাদের আবেদন সফল হয়।
মার্কিন অভিবাসন নীতির কড়াকড়ি ও ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে ভারতীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও, তারা ধর্মীয় বিশ্বাসকে আশ্রয় করে ভিসা পাওয়ার আশা ধরে রেখেছেন।