মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

টাঙ্গাইলে রডমিস্ত্রিকে গলাকেটে হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে রডমিস্ত্রি ফুল চাঁন মিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নবাসীর উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, এক জন রডমিস্ত্রিকে বিনাদোষে দুস্কৃতকারীরা গলাকেটে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে ফুলচানের খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির করছি। বিক্ষোভ ও মানববন্ধনে দাইন্যা ইউনিয়নের তিন শতাধিক সাধারণ লোকজন অংশ নেয়।

মানববন্ধন বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত রড মিস্ত্রি ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ।

গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রি ফুলচান মিয়াকে (২৪) দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়।

Header Ad
Header Ad

রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় সড়ক পার হওয়ার সময় নিখোঁজ হয়েছে ১১ বছরের এক শিশু। গতকাল রোববার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর সোমবার সন্ধ্যায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা ইমরান রাজিব।

নিখোঁজ শিশুর নাম আরাবি ইসলাম সুবা। বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে সে। পরিবারের সঙ্গে মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে ঢাকায় আসে সুবা। তার মা ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তারা বর্তমানে আদাবর এলাকায় এক আত্মীয়ের বাসায় থাকছেন।

শিশুটির বাবা ইমরান রাজিব জানান, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। সড়ক পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা এগিয়ে গেলে সে পেছনে ফিরে দেখে সুবা আর নেই। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, "নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে।"

এদিকে, পুলিশের একটি দল ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এক কর্মকর্তা জানান, টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিও ফুটেজে সুবাকে হাঁটতে দেখা গেছে। সেখানে তার সঙ্গে তার ফুফাতো ভাইয়ের পাশাপাশি আরেকজন ছিল। পরে তারা ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ অন্যান্য সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে কেউ তাকে চিনতে পারে এবং সন্ধানের জন্য সহায়তা করতে পারে।

 

Header Ad
Header Ad

টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মদ আলির ৫ উইকেট শিকার এবং তাওহীদ হৃদয়ের আসরসেরা ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

আগামী বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের প্রতিপক্ষ হবে খুলনা টাইগার্স।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিটাগং কিংস। তবে শুরু থেকেই চাপে পড়ে তারা। বরিশালের ক্যারিবীয় তারকা কাইল মায়ার্স প্রথম ১৩ বলের মধ্যেই খাজা নাফায় ও গ্রাহাম ক্লার্ককে ফিরিয়ে দেন। এরপরই নামেন মোহাম্মদ আলি, যিনি তার বিপিএল অভিষেক ম্যাচেই বাজিমাত করেন।

এই পাকিস্তানি পেসার ২৪ রানে ৫ উইকেট নিয়ে বিপিএল অভিষেকে ফাইফার পাওয়া দ্বিতীয় বোলার হিসেবে ইতিহাস গড়েন। শুধু তাই নয়, এক ওভারে ৪ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে বিরল কীর্তি গড়েন তিনি।

তবে শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পঞ্চম উইকেটে ৫০ বলে ৭৭ রানের জুটি গড়ে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। শামীম মাত্র ৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। ইমন ৩৬ বলে ৩৬ রান করেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় চিটাগং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেয় বরিশাল। ওপেনিং জুটিতে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ৫৫ রান যোগ করেন তাওহীদ হৃদয়। নবম ওভারে ২৬ বলে ২৯ রান করা তামিম ফিরে গেলেও বরিশালের জয়ের পথে কোনো বাধা আসেনি।

এরপর হৃদয়ের সঙ্গে যোগ দেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে ১৬ বল হাতে রেখেই জয় এনে দেন। মালান ২২ বলে ৩৪ রান করেন। অন্যদিকে, হৃদয় ৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা এবারের বিপিএলে তার সেরা পারফরম্যান্স।

এই জয়ের ফলে বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল। এখন তাদের সামনে মাত্র এক বাধা—বিপিএল ফাইনাল।

Header Ad
Header Ad

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, ৭ দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়ার পর তারা এ সিদ্ধান্ত নেন।

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এ সময় অনশনরত এক শিক্ষার্থীকে অধ্যক্ষ নিজ হাতে প্যাকেটজাত আমের জুস পান করান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনের চাপ মোকাবিলায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়।

টানা পাঁচ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা প্রথমে সড়ক অবরোধ করেন, পরে রেলপথে অবস্থান নেন। তবে সরকার থেকে আশ্বাস পাওয়ার পর আপাতত তারা তাদের আন্দোলন স্থগিত করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি
টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, ৭ দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস
নারী ভক্তদের চুম্বন বিতর্কে উদিত নারায়ণ: বললেন, ‘সবটাই জনপ্রিয়তার কারণে’
টাঙ্গাইলে রডমিস্ত্রিকে গলাকেটে হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষা, সৌদি আরবে গ্রেপ্তার ১০ পাকিস্তানি
আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে: প্রেস সচিব  
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার! শিক্ষা কর্মকর্তাকে প্রভাষকের হুমকি  
তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ : স্বরাষ্ট্র উপদেষ্টা  
তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাইনা : সাবেক বিমানমন্ত্রী ফারুক খানের পোস্ট ভাইরাল
চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ : আদালতে প্রাঙ্গণে পলক  
১১ দফা দাবিতে মতিঝিলে শেয়ারবাজার বিনিয়োগকারীদের সমাবেশ
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার  
কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মামলা
মহাখালীতে ট্রেন আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা