মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে

ছবি: সংগৃহীত

ঢাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি কোম্পানির বাস আগামী বৃহস্পতিবার থেকে টিকিট-কাউন্টার ভিত্তিতে পরিচালিত হবে। এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “আগামী বৃহস্পতিবার থেকে টিকিট-কাউন্টার ভিত্তিতে বাস চলাচল শুরু হবে। এই রুটে প্রায় ২,৬১০টি বাস চলবে, এবং প্রতিটি বাসের রঙ হবে গোলাপি। এসব বাসে টিকিট ছাড়া যাত্রী উঠতে পারবেন না এবং যত্রতত্র ওঠা-নামাও নিষিদ্ধ থাকবে।”

মো. সাইফুল আলম আরও বলেন, “গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করা হচ্ছিল, যা সড়কে অসম প্রতিযোগিতা সৃষ্টি এবং যানজট, বিশৃঙ্খলা, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতিত্বে এক সভায় এই পরিস্থিতি নিরসনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এতে গাড়ির মালিকরা চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তির বদলে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করবেন।”

এই কার্যক্রমের আওতায় প্রথমে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে বাস চলবে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে। চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর এলাকাতেও একই পদ্ধতি চালু হবে।

এছাড়া, বাসচালক ও সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা টিকিট পদ্ধতি অনুসরণ করে যাত্রী পরিবহন করতে পারেন এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, এবং দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া

ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। এই আপডেটের কারণে আগামীকাল ৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত ভিসা আবেদন কার্যক্রম বন্ধ থাকবে।

মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়। পোস্টে উল্লেখ করা হয়, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন ভিসা পরিষেবা চালু হবে এবং সেই অনুযায়ী https://ustraveldocs.com সাইটটিও নতুন ব্যবস্থার মাধ্যমে পুনরায় চালু হবে।

তবে, ৫-৭ ফেব্রুয়ারির মধ্যে যাদের আগেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে, তাদের নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত থাকতে হবে।

 

এছাড়া, আজ ৪ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন সবার জন্য উন্মুক্ত থাকবে।

ভিসা আবেদন প্রক্রিয়া এবং নতুন সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করা যাবে: https://www.ustraveldocs.com/bd/en/nonimmigrant-visa

Header Ad
Header Ad

ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়

ছবি : ঢাকাপ্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলসহ মসজিদে পবিত্র কোরআন শরিফ পোড়ানো ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে আরএমপির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ময়মনসিংহ থেকে গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের নাম মো. ফেরদৌস রহমান ফরিদ (২২)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মো. মজিবর রহমানের ছেলে।

গ্রেপ্তার ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র। ঘটনার পরে সে বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যায় এবং চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে বলে জানায় আরএমপি।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের মুক্তমঞ্চ, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, মাদার বখ্শ হল, মতিহার হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, শেরে বাংলা একে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও শেলফে পবিত্র কোরআন শরিফ পোড়ানো অবস্থায় পাওয়া যায়। পবিত্র কোরআন শরীফের এরূপ অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা রুজু করে।

এতে আরও বলা হয়েছে, মামলা রুজু পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় আরএমপি’র মতিহার থানা পুলিশের পাশাপাশি আরএমপি সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট একটি চৌকস টিম মামলাটির তদন্ত কার্য শুরু করে।

তদন্তকার্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।

এরপর আরএমপি সিটিটিটি বিভাগ ও সাইবার ক্রাইম ইউনিটের একটি সমন্বিত অভিযানিক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর সহায়তায় ফেরদৌস রহমানকে ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফেরদৌস রহমান ফরিদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের মসজিদে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে। অভিযুক্ত ফরিদের বক্তব্যসহ অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের

ছবি: সংগৃহীত

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীসহ বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও প্রকৌশল খাতের দক্ষ কর্মীরা কাজের সুযোগ পান। এই ভিসার দুই-তৃতীয়াংশই ভারতীয়রা পেয়ে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে।

এ অবস্থায় মার্কিন ভিসার আশায় ভারতের বিভিন্ন মন্দিরে ভিড় করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। ভারতের গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন "ভিসা হনুমান" মন্দির নামে পরিচিত হয়ে উঠেছে।

মন্দিরের পুরোহিত বিজয় ভাট জানিয়েছেন, ভিসার আবেদনকারীদের পাসপোর্ট দেবতার সামনে রেখে কীর্তন গাইতে বলা হয়। তার দাবি, ভক্তি ও বিশ্বাস থাকলে ইচ্ছা পূরণ হয়, এমনকি বহু প্রত্যাখ্যানের পরও অনেকে পূজা করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা অনুমোদন পেয়েছেন।

এছাড়া হায়দ্রাবাদের "ভিসা দেবতা" নামে পরিচিত চিলকুর বালাজি মন্দিরেও ভিসা প্রত্যাশীদের ঢল নেমেছে। তারা মন্দির প্রদক্ষিণসহ নানা আচার পালন করছেন।

একজন সফটওয়্যার প্রকৌশলী জানিয়েছেন, তাদের মধ্যে ১১ জন এইচ-১বি ভিসার আবেদন করলেও একমাত্র তিনিই অনুমোদন পেয়েছেন। কৃতজ্ঞতা জানাতে তিনি আবার মন্দিরে এসেছেন। আরেকজন সফটওয়্যার প্রকৌশলী চন্দনা জানিয়েছেন, তিনি দুই বছর ধরে প্রতি মাসে মন্দিরে আসছেন, যদিও ট্রাম্প প্রশাসনের নীতির কারণে হতাশা কাজ করছে।

দিল্লির শ্রী সিদ্ধি পীঠ চমৎকারী হনুমান মন্দিরেও ভিসা প্রত্যাশীদের আনাগোনা বেড়েছে। অনেকেই ৪১ দিন মাংস, মদ, পেঁয়াজ ও রসুন বর্জন করে উপবাস করছেন, যাতে তাদের আবেদন সফল হয়।

মার্কিন অভিবাসন নীতির কড়াকড়ি ও ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে ভারতীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও, তারা ধর্মীয় বিশ্বাসকে আশ্রয় করে ভিসা পাওয়ার আশা ধরে রেখেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব
সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা
ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ
মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক
লায়লাকে হত্যাচেষ্টা, টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু