মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

ছবি: সংগৃহীত

কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। গত সোমবার রাতে কুমিল্লা সেনানিবাসে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে তৌহিদুল ইসলামের পরিবারের সদস্যরা বৈঠক করেছেন।

এসময় উপস্থিত ছিলেন তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ, স্ত্রী ইয়াসমিন নাহার, দুই ভাগনি মাহবুবা উদ্দিন ও সানজিদা আক্তার। পরিবারের সদস্যরা সেনাবাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা আরও বলেন, যাদের দ্বারা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তৌহিদুল ইসলামের ভাই সাদেকুর রহমান বলেন, “আমরা সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। পরে তারা আমাদের সঙ্গে দেখা করেছেন। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চেয়ে বিস্তারিত তুলে ধরেছি।”

আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার আগে ও পরের সব কিছু খুলে বলেছি। জিওসি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন, সেনাবাহিনীর যারা এই ঘটনায় জড়িত, তাদের বিচার সেনাবাহিনীর কোর্টে হবে এবং বাইরের যারা জড়িত, তাদের বিচার সাধারণ আদালতে হবে।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী এ ঘটনায় সর্বোচ্চ সহায়তা করবে, এবং আমরা তাদের আশ্বাসে সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি, যারা সরাসরি জড়িত, তাদের বিচার হবে। মিথ্যা অভিযোগকারীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।”

তৌহিদুল ইসলাম (৪০) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা ছিলেন এবং চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। তার স্ত্রী এবং চার মেয়ে রয়েছে। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার তৌহিদুলের বাবা মোখলেছুর রহমানের কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরদিন শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতদেহ পাওয়া যায়, যেখানে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সূত্রে জানা যায়, সেনাবাহিনী তৌহিদুলকে অচেতন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের কাছে হস্তান্তর করেছিল, এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Header Ad
Header Ad

মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের

ছবি: সংগৃহীত

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীসহ বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও প্রকৌশল খাতের দক্ষ কর্মীরা কাজের সুযোগ পান। এই ভিসার দুই-তৃতীয়াংশই ভারতীয়রা পেয়ে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে।

এ অবস্থায় মার্কিন ভিসার আশায় ভারতের বিভিন্ন মন্দিরে ভিড় করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। ভারতের গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন "ভিসা হনুমান" মন্দির নামে পরিচিত হয়ে উঠেছে।

মন্দিরের পুরোহিত বিজয় ভাট জানিয়েছেন, ভিসার আবেদনকারীদের পাসপোর্ট দেবতার সামনে রেখে কীর্তন গাইতে বলা হয়। তার দাবি, ভক্তি ও বিশ্বাস থাকলে ইচ্ছা পূরণ হয়, এমনকি বহু প্রত্যাখ্যানের পরও অনেকে পূজা করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা অনুমোদন পেয়েছেন।

এছাড়া হায়দ্রাবাদের "ভিসা দেবতা" নামে পরিচিত চিলকুর বালাজি মন্দিরেও ভিসা প্রত্যাশীদের ঢল নেমেছে। তারা মন্দির প্রদক্ষিণসহ নানা আচার পালন করছেন।

একজন সফটওয়্যার প্রকৌশলী জানিয়েছেন, তাদের মধ্যে ১১ জন এইচ-১বি ভিসার আবেদন করলেও একমাত্র তিনিই অনুমোদন পেয়েছেন। কৃতজ্ঞতা জানাতে তিনি আবার মন্দিরে এসেছেন। আরেকজন সফটওয়্যার প্রকৌশলী চন্দনা জানিয়েছেন, তিনি দুই বছর ধরে প্রতি মাসে মন্দিরে আসছেন, যদিও ট্রাম্প প্রশাসনের নীতির কারণে হতাশা কাজ করছে।

দিল্লির শ্রী সিদ্ধি পীঠ চমৎকারী হনুমান মন্দিরেও ভিসা প্রত্যাশীদের আনাগোনা বেড়েছে। অনেকেই ৪১ দিন মাংস, মদ, পেঁয়াজ ও রসুন বর্জন করে উপবাস করছেন, যাতে তাদের আবেদন সফল হয়।

মার্কিন অভিবাসন নীতির কড়াকড়ি ও ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে ভারতীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও, তারা ধর্মীয় বিশ্বাসকে আশ্রয় করে ভিসা পাওয়ার আশা ধরে রেখেছেন।

Header Ad
Header Ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন আটক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচটি আবাসিক হলে রাতের আঁধারে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে অগ্নিসংযোগের ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশ হেফাজতে রয়েছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় ও কোন থানায় রাখা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি, যা নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশ কাস্টোডিতে। আলহামদুলিল্লাহ। আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব। আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের, যাদের সহযোগিতা ছাড়া ঘটনা ঘটার ৪৮ ঘন্টার ভেতর আমাদের তদন্ত কমিটি সন্দেহভাজন সনাক্ত করতে পারত না। অসংখ্য ধন্যবাদ পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে যারা তাদের দায়িত্ব পালন করেছে।
Last but not the least, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীদের যারা ঘোলাপানিতে অরাজকতা সৃস্টির সব অপচেষ্টা নস্যাৎ করেছে।
আলহামদুলিল্লাহ!

এরআগে, গত ১২ জানুয়ারি দিবাগত রাতে সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে রাতের আঁধারে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে রোববার সকালে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার মধ্যে।

হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শহীদ জিয়াউর রহমান হলের মসজিদে ফজরের নামাজ আদায় করার পর প্রতিদিনের মতো বুক সেলফ থেকে কোরআন নিয়ে তেলাওয়াত করতে গিয়ে শিক্ষার্থীরা দেখেন, দুটি কোরআন শরীফের প্রথম দিকের দুটি সূরা এবং শেষের দিকের দুটির সূরা পোড়ানো। কোরআন দুটির হার্ড কভারসহ প্রথমে ও শেষের কিছু পৃষ্ঠা এবং মাঝখানের ৭০ শতাংশ মত পৃষ্ঠা অক্ষত রয়েছে। এছাড়া, হলের ৩য় ব্লকের প্রথম তলার সিঁড়ি বরাবর এবং ২য় ব্লকের ৪৩৪ নম্বর কক্ষের সামনের দেয়ালে পদ্মফুলের ছবি আঁকানো দেখা গিয়েছে। পদ্মফুল ইসকনের প্রতীক এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রতীক। তাছাড়া ওই কক্ষের জানালায় ইসকন ইয়ুথ ফেস্টিভালের লিফলেট সাটানো দেখা গেছে। অন্যদিকে সৈয়দ আমীর আলী হলে একটি কোরআনের প্রথম দুই-তিন পারার মতো পুড়িয়ে হলের মুক্তমঞ্চে রাখা ছিল। সকালে সেটা দেখতে পায় শিক্ষার্থীরা। পরবর্তীতে মতিহার হল, হবিবুর রহমান হল ও মাদার বখশ্ হলে এমন ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনা তদন্তে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়।

 

Header Ad
Header Ad

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন

ছবি: সংগৃহীত

এখন থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন করা যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে এদিন সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনই মূল ভিত্তি হিসেবে ধরা হবে। যদি এই দুইটি নথি সঠিক থাকে, তবে পাসপোর্ট ইস্যুতে আর কোনো বাধা থাকবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে, সভায় গৃহীত সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় আদেশ জারি করা হবে।

এই সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব
সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা
ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ
মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক
লায়লাকে হত্যাচেষ্টা, টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত