সরকার নির্ধারিত ভাড়ায় চলছে না লঞ্চ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন ভাড়া কার্যকর শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেই। তবে ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েনি সদরঘাটে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো।
বুধবার (১৭ আগস্ট) সদরঘাটে লঞ্চ মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়,
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীদের লঞ্চমুখী করতেই এ প্রচেষ্টা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই যাত্রী সংকটে ভুগছে লঞ্চগুলো, তেলের দাম বাড়ার ফলে বেড়েছে লঞ্চের ভাড়া। নতুন করে যাত্রী সংকটের দুশ্চিন্তা বেড়েছে লঞ্চ মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীদের।
জানা যায়, ঢাকা বরিশাল রুটে ডেকের ভাড়া আগে ছিল ৩৫২ টাকা বর্তমানে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে ৪৫৯ টাকা। কিন্তু লঞ্চে ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ টাকা। সিঙ্গেল কেবিনের ভাড়া ছিল ১২০০ টাকা । যা বাড়িয়ে বর্তমানে করা হয়েছে ১৮৩৬ টাকা। কিন্তু লঞ্চে নেওয়া হচ্ছে ১০০০ টাকা। ডাবল কেবিনের পূর্বের ভাড়া ছিল ২২০০ টাকা, বর্তমান নতুন ভাড়া নির্ধারিত হয়েছে ৩৬৭২ টাকা। তবে বর্তমানে নেওয়া হচ্ছে ২০০০ টাকা।
লঞ্চ মালিকরা জানান, সরকার যে ভাড়া নির্ধারণ করছে সেই ভাড়ায় যাত্রী নিতে গেলে আমরা যাত্রীই পাব না। এমনিই তো আমাদের যাত্রী নেই পদ্মাসেতু চালু হওয়ার পর। তার ওপর আবার ভাড়া বাড়ছে। ভাড়া কম নিচ্ছি তবুও খুব একটা যাত্রী নেই।
সুরভী লঞ্চের স্টাফ সবুজ জানান, 'এমনিই যাত্রী নাই, তার মধ্যে আবার ভাড়া বাড়ল। কেমনে সংসার চালামু আল্লাহ জানে। যাত্রী দিন দিন কমতেছে ভাই।'
টিটি/
