মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, তবে কি বলিউড থেকে বিদায় নিচ্ছেন প্রিয়াঙ্কা?

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি মুম্বাইয়ের একাধিক বিলাসবহুল সম্পত্তি বিক্রি করেছেন, যা নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। তার এই সিদ্ধান্তে কিছু প্রশ্ন উঠে এসেছে- তবে কি তিনি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন?
প্রিয়াঙ্কা চোপড়া মুম্বাইয়ের অন্ধেরি এলাকায় এক বিলাসবহুল আবাসনে চারটি ফ্ল্যাট কিনেছিলেন, যেগুলো সম্প্রতি ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করেছেন। ফ্ল্যাটগুলোর সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। এছাড়া, এর আগে ২০২৩ সালে লোখণ্ডওয়ালার একটি আবাসনে দু’টি পেন্টহাউস বিক্রি করেন, যার মূল্য ছিল ৬ কোটি টাকা। ২০২১ সালে ভারসোভার দুটি ফ্ল্যাটও তিনি বিক্রি করেছিলেন।

এভাবে একের পর এক সম্পত্তি বিক্রির পর, অনেকেই প্রশ্ন তুলছেন, প্রিয়াঙ্কা কি বলিউডে তার উপস্থিতি কমিয়ে দিতে চাইছেন? বিশেষ করে, গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি বলিউডে গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন, আর তাই বিদেশে চলে গিয়েছিলেন।
২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর প্রিয়াঙ্কা লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর থেকে তিনি হিন্দি সিনেমায় আর কোনো সিনেমায় কাজ করেননি, যা তার বলিউড থেকে কিছুটা দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয়।
সব মিলিয়ে, প্রিয়াঙ্কার মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবর এবং তার বলিউড ছাড়ার গুঞ্জন নিয়ে ভক্তমহলে বেশ আলোচনা চলছে।
