ধর্ষণ প্রতিরোধে নারীদের কারাতে শেখার আহ্বান চিত্রনায়ক রুবেলের

চিত্রনায়ক রুবেল। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ বেড়েই চলেছে। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতা। এমনকি অবলা শিশুরাও এই নৃশংসতার শিকার হচ্ছে।
ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারীদের আত্মরক্ষার কৌশল রপ্ত করা জরুরি বলে মনে করেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি সবসময় বলে এসেছি, নারীদের জন্য কারাতে শেখা অত্যন্ত প্রয়োজনীয়। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন বাসচালকরা ধর্ষণ করেছিল, তখনই বলেছিলাম— আমাদের কারাতে শেখা উচিত।"

নারীদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারাতে প্রশিক্ষণ চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, "স্কুল-কলেজে নারীদের কারাতে শেখানো উচিত। আমি মনে করি, ছেলেদের আগে নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করা বেশি জরুরি। একজন নারী যখন বাইরে যায়, তখন তার আত্মরক্ষার প্রবণতা তুলনামূলক কম কাজ করে। তবে যদি সে কারাতে শেখে, তাহলে নিজেকে রক্ষা করার পাশাপাশি নিজের পরিবারকেও সুরক্ষিত রাখতে পারবে।"

নারীদের জন্য মার্শাল আর্ট শেখাকে অপরিহার্য উল্লেখ করে রুবেল বলেন, "প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া উচিত। যদি আমরা নারীদের কারাতে শেখাতে পারি, তাহলে ধর্ষণের ঘটনা অন্তত ৭০ শতাংশ কমে যাবে।"
দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সম্প্রতি অভিনয়ে ফিরেছেন রুবেল। তাকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফী নির্মিত ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'-তে। এই সিরিজে আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু ও সুমন আনোয়ার প্রমুখ। মুক্তির পর থেকেই সিরিজটি বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।
