নারী দিবসে জ্যাকলিনের চমক! এই প্রথম বাংলা গান গাইলেন অভিনেত্রী (ভিডিও)

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত
নারী দিবসে চমক দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। হিন্দি সিনেমার পরিচিত নায়িকা এবার বাংলায় গান গেয়ে নতুন মাত্রা যোগ করেছেন।
এর আগে ২০১৯ সালে ‘গেন্দা ফুল’ গানের মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার চরিত্রে দর্শকদের মন জিতেছিলেন জ্যাকলিন। এবার তিনি নারী দিবসে বাংলা গানের জগতে পা রেখেছেন।
সম্প্রতি ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানটি সারা দেশের শ্রোতাদের নজর কাড়লেও, এবার এসভিএফ মিউজিকের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে গানটির বাংলা সংস্করণ, যা গেয়েছেন অমৃতা সেন এবং সিজি। জ্যাকলিনও এই বাংলাগানে গলা মিলিয়েছেন, গানটির নাম ‘আমি কাফি’।

নির্মাতারা দাবি করেছেন, গানটির মাধ্যমে নারী দিবসের মূল মন্ত্র—আত্মবিশ্বাস এবং শক্তি—প্রকাশিত হয়েছে।
এই প্রথম বাংলা গানে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করে জ্যাকলিন জানান, "বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। এই গানটি নারী শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের নিজস্ব ভাষায় গানটি উপস্থাপন করতে পারা সত্যিই বিশেষ অনুভূতি।"
মিউজিক ভিডিওতে জ্যাকলিন ছাড়াও দেখা যাবে রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংসহ আরও অনেকে।
