আমার কাছে শাকিবই শাহরুখ খান: অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং বিভিন্ন এন্ডোর্সমেন্ট নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। তবে সিনেমায় ফেরার জন্যও তিনি বড় পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি কালের কণ্ঠ-এর সঙ্গে এক আলাপচারিতায় অপু বিশ্বাস জানান, তিনি একটি বড় কাজের পরিকল্পনা করছেন। তবে সেটা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তিনি বলেন, "জানি না, পরিকল্পনাটি কতটা সফল হবে। তাই আগে থেকে কিছু শেয়ার করতে চাই না। দেখা গেল, কাজটাই হলো না। আমি তো অনেকটাই আনলাকি।"

বর্তমানে বিভিন্ন এন্ডোর্সমেন্ট নিয়ে কাজ করছেন অপু বিশ্বাস। শো-রুম উদ্বোধনের কাজও কমিয়ে দিয়েছেন। তার ভাষায়, "ভালো কিছু করতে হলে নিজেকে আরও এক্সক্লুসিভ করা দরকার। দর্শক আমাদের যত কম দেখবে, তত বেশি সিনেমা হলে গিয়ে দেখার আগ্রহ বাড়বে। এটা শাকিব খানের ক্ষেত্রেও বারবার ঘটে আসছে।"
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি দেখার ইচ্ছার কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, "হ্যাঁ, ইচ্ছে আছে দেখার। ট্রেলারটা দেখেছি, দুর্দান্ত লেগেছে। আমি দেখার পরই প্রথম ফেসবুক পেজ থেকে ট্রেলারটি শেয়ার করি।"
তিনি আরও বলেন, "আমি তো অনেকের মতো রচনা ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা বা মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।"

শাকিব খানের পারফরম্যান্সের প্রশংসা করে অপু বিশ্বাস বলেন, "আগে বলতাম, আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। কিন্তু এখন মনে হচ্ছে, আমার ঘরেই তো শাহরুখ খান আছে! আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।"
অপু বিশ্বাসের এই মন্তব্য শাকিব ভক্তদের জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তাদের একসঙ্গে আবারও বড় পর্দায় দেখার আশা প্রকাশ করেছেন।
