আনারকলির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

বাসায় মারিজুয়ানা রাখার অভিযোগে জাকার্তা থেকে প্রত্যাহার হওয়া বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক সত্যতা পেয়েছে।
তদন্ত কমিটির প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে জমা দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কাজী আনারকলিকে ওএসডি করা হয়েছে। এ ছাড়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাজী আনারকলি। এ অবস্থায় গত ৫ জুলাই তার বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা রয়েছে এমন অভিযোগে ইন্দোনেশিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার নাইজেরিয়ান বয়ফ্রেন্ডকে আটক করে।
পরে ভিয়েনা কনভেনশন অনুযায়ী দায়মুক্তি পান কাজী আনারকলি। কিন্তু তার নাইজেরিয়ান বয়ফ্রেন্ড ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন।
আরইউ/আরএ/
