বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ: ডিএনসিসি মেয়র

প্রকল্পের কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই বলে রাজধানীর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডে ক্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএনসিসি মেয়র।
ডিএনসিসি মেয়র বলেন, কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। এভাবে কোনো উন্নয়নকাজ চলতে পারে না। আগের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সোমবার ক্রেন দুর্ঘটনায় গার্ডারে চাপা পড়ে একটি প্রাইভেট কার। এতে পাঁচ জন নিহত হন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, আপাতত সব কাজ বন্ধ। আপনারা আগামী পরশুদিন (১৮ আগস্ট) আমার সঙ্গে বসবেন। রোড সেফটির জন্য যা যা আছে আমাদের আপনারা সবকিছু দেবেন।
শুধু এই প্রজেক্টই না যতগুলো প্রজেক্ট ঢাকা শহরে চলছে সবগুলো প্রজেক্টের জন্য আমাদের কাছে কমপ্লায়েন্সগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। কমপ্লায়েন্স কিন্তু শুধু রোড সেফটি না। এখানে রোড সেফটি আছে, ইলেকট্রিক্যাল সেফটি আছে, বায়ু দূষণ আছে, অনেকগুলো কমপ্লায়েন্স আছে।
মেয়র আরও বলেন, কাজ যখন কোম্পানিকে দেওয়া হয়েছে তখন কিন্তু কোম্পানি সবকিছু মেনে নিয়েই কাজটি হাতে নিয়েছে। সরকার থেকে এজন্য তারা কিন্তু টাকাটা পাচ্ছে। এরকম না যে এবাবদ সরকার টাকা দেয়নি। সব কিছু দিয়েছে।
আতিকুল ইসলাম বলেন, সবচেয়ে বড় কথা হলো খামখেয়ালি। এখানে খামখেয়ালিটাকে আমি সবচেয়ে বড় করে দেখছি। পুলিশ আমাকে জানিয়েছে যে, ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের নোটিশ দেয়নি যে তারা কাজটা করবে।
আরইউ/আরএ/
