‘হত্যাকাণ্ডের নেপথ্যের লোকদের বিচারের আওতায় আনতে হবে’

বঙ্গবন্ধুর ঘাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এর পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
সোমবার (১৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন বক্তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্য এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন।
শেখ কবির বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের বিচার হয়নি। মৃতরা যদি মরনোত্তর উপাধি পায় তাহলে মৃত ব্যক্তির বিচার হবে না কেন? খুনি মুশতাক, খুনি জিয়াউর রহমান আরও যারা যারা ছিল তাদের বিচার হতে হবে।
সভাপতির বক্তব্যে ড. মোমেন বলেন, ঘাতকদের স্বদেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা করে যাবো। এ ছাড়া নেপথ্যের কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে। আমরা এ লক্ষ্যে কাজ শুরু করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, সারাজাতি আজ শোকে মূহ্যমান। মোট ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। যারা সাম্রাজ্যবাদের দোসর তারাই মুজিবের হত্যাকারী। বিদেশে পলাতক খুনিদের দেশে ফেরাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মজিদ খান এবং বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
আরইউ/এমএমএ/
