বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ধারাবাহিক উপন্যাস: শেষ পর্ব

দ্য ফার্স্ট ম্যান

তার মনের ভেতরের অন্ধকার থেকে লাফিয়ে উঠত ক্ষুধায় মৃতপ্রায় আকূলতা, তার চিরসঙ্গী উন্মাদ জীবনাকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা এখনও তার সঙ্গেই আছে, অপরিবর্তনীয় অবস্থায় আছে। যে পরিবার সে পুনরাবিষ্কার করেছে সেখানে তিক্ততার কারণ হয়ে দাঁড়ায় এবং প্রায়ই তার ছেলেবেলার চিত্রকল্পের মুখোমুখি এসে যায় সেই আকাঙ্ক্ষা। সে বুঝতে পারে, তার ছেলেবেলার আকস্মিক অনভূতি একজন বিশেষ নারীর মতো নাগালের বাইরে চলে যায়। সেই নারীকে সে ভালোবেসেছে, হৃদয় উজাড় করা ভালোবাসা দিয়েছে। সে ভালোবাসায় তার শরীরও স্বর্গীয় পুলক লাভ করেছে। তার সঙ্গে ভালোবাসার অভিজ্ঞতায় জ্যাকের আকাঙ্ক্ষা ছিল গনগনে আগুনের মতো। তার সঙ্গে ভালোবাসার লীলায় রাগমোচনের মুহূর্তে জ্যাকের মধ্যে এক ধরনের নীরব কান্না চলে আসত। নিজের জগতের সঙ্গে তৈরি হতো এক গভীর ঐক্যের বন্ধন। জ্যাক তাকে ভালোবেসেছে তার সৌন্দর্যের জন্য, জীবনের প্রতি তার হতাশাভরা আকূলতার জন্যও। তার এমন মানসিকতার জন্য সময়ের চলে যাওয়ার বিষয়টা সে অস্বীকার করত। যদিও সে জানত, সময় ঠিক ওই মুহূর্তেও চলে যাচ্ছে। তবু সে চাইত সবাই তাকে সে এখনও অল্পবয়সী আছে না বলে বরং বলুক সে সব সময়ই অল্পবয়সী ছিল ও আছে।

হাসতে হাসতে একদিন জ্যাক তাকে বলেছিল, যৌবনকাল চলে যাচ্ছে। দিনগুলোও শেষ হয়ে যাচ্ছে। তখনই সে কান্নায় ভেঙে পড়েছিল। অশ্রুভরা চোখে সে বলেছিল, না, না। এ হয় না। আমি প্রেমের প্রেমে পড়েছি। অনেক দিক থেকেই সে বুদ্ধিমতি ছিল। সবার থেকে আলাদা ছিল। সে কারণেই হয়তো সে চারপাশের জগৎ যেমন আছে তেমনভাবে গ্রহণ করতে পারত না। যে বিদেশ বিভূইয়ে তার জন্ম সেখান থেকে স্বল্প সময়ের ভ্রমণ সেরে ফিরে আসার পরও এমন হতো। আগে কখনও কখনও বেড়াতে গেলে কোনো কোনো খালা ফুপুদের সম্পর্কে তাকে বলা হতো, এবারই তাকে শেষ দেখা, আর হয়তো দেখা নাও হতে পারে। পরে তাদেরই কারো দাফনের জন্য যেতে হতো। তাদের মায়াভরা মুখ, শরীর, ভেঙে যাওয়া চেহারা দেখে তার চিৎকার দিয়ে বের হয়ে আসতে ইচ্ছে হতো। কখনওবা আত্মীয় স্বজনদের পারিবারিক খাবারে অংশগ্রহণ করতে গেলে খাবার টেবিল ক্লথ দেখে মনে পড়ে যেত অনেক দিন আগে গত হয়ে যাওয়া কোনো দাদি, নানি কিংবা তাদের মায়ের কথা।
টেবিলে বসে হয়তো সে ছাড়া আর কেউ তখন ওই প্রিয় মানুষটির কথা ভাবত না। তার মনে পড়ে যেত তার নিজের মতোই তাদের অল্প বয়সের কথা, তাদের আনন্দের কথা, তাদের জীবনাকাঙ্ক্ষার কথা। তারাও যৌবনকালে তার মতোই অদ্ভূত সৌন্দর্যের অধিকারিনী ছিলেন। খাবার টেবিলে বসে অন্যরা তার সৌন্দর্যের প্রশংসা করলে দেয়ালে সাজানো ছবিগুলোর মানুষের যৌবনের কথা মনে পড়ে যেত তার। তারাও এক সময় ফুটন্ত ফুলের মতোই ছিলেন। কেউ কেউ আর নেই; কেউ কেউ এখন চেহারায় ভেঙে পড়েছেন। তারপর তার রক্তে যেন আগুন লেগে যেত। পালিয়ে আসতে ইচ্ছে হতো এমন এক জায়গায় যেখানে কেউ বুড়িয়ে যায় না, যেখানে শরীরের সৌন্দর্য অক্ষয়, যেখানে জীবন থাকবে বুনো, থাকবে ঔজ্জ্বল্যে ভরা। কিন্তু জীবন তো সে রকম থাকে না, থাকেনি কখনও। এরকম মানসিকতায় ফিরে এসে জ্যাকের বাহু বেষ্টনে সে ফুঁপিয়ে কেঁদে উঠত। জ্যাক তাকে বেপরোয়া ভালোবাসায় ভরিয়ে দিত।

আর জ্যাকের অবস্থা তার চেয়েও শোচনীয়; যেখানে তার জন্ম সেখানে তার কোনো পুর্বপুরুষ ছিল না। ছিল না কোনো স্মৃতির উৎস। সেখানে তার পূর্বে যারা এসেছিল তাদের পরিপূর্ণ ধ্বংসই ছিল অনিবার্য। কোনো সভ্য সমাজে মানুষ যেভাবে সান্ত্বনা পেয়ে থাকে সেখানে বার্ধক্যে সান্ত্বনার তেমন কোনো সুযোগই ছিল না। একটা নিঃসঙ্গ ও ধারালো তরবারির মতো একটিমাত্র কোপে চিরতরে ভেঙে চুরমার হওয়ার নিয়তি ছিল তার। জীবনের প্রতি তার প্রবল ও অবিমিশ্র অনুভূতি সব সময় যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিল। আজ তার মনে হয় মানুষ, জীবন, যৌবন- সবই যেন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কাউকে ধরে রাখতে পারছে না সে। এখন শুধু আছে তার একটি অন্ধ প্রত্যাশা এই অদৃশ্য শক্তিই এতগুলো বছর ধরে তাকে দৈনন্দিন গতানুগতিকতার ঊর্ধ্বে তুলে রেখেছে, তাকে পুষ্টি জুগিয়েছে উদারভাবে, সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মাথা নত না করার ক্ষমতা দান করেছে। এই শক্তিই অশেষ উদারতায় তাকে বেঁচে থাকার সুবুদ্ধি দান করেছে। তেমনিভাবে কোনো রকম বিদ্রোহ ছাড়াই বার্ধক্যে পৌঁছে যাওয়া এবং মৃত্যুবরণ করার মতো কাণ্ডজ্ঞান সে লাভ করবে এই অদৃশ্য শক্তির কাছ থেকেই।

সমাপ্ত

আগের পর্বগুলো পড়ুন>>>

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৫৬
দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৫৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৫৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৫২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৫১

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৫০

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৪৯

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৪৮

দ্য ফার্স্ট ম্যান:পর্ব-৪৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৪৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৪৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৪৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব-৪৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৪২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৪১

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৪০

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩৯

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩৮

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩১

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩০

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৯

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৮

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২১

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২০

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৯

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৮

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১১

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১০

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৯

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৮

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১

এসএন 



 

 

 

 

 

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪