শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন

কবি হেলাল হাফিজ। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দ্রোহ আর প্রেমের খ্যাতিমান কবি হেলাল হাফিজ। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে রাজধানী শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

প্রতিভাবান এই কবির জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি।

দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলেন সময় হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে।

২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।

Header Ad
Header Ad

দুই পাকিস্তানির দাপটে টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের

ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের জয়রথ অব্যাহত রয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়ে চলতি বিপিএলে টানা অষ্টম জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এ জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নেওয়া প্রথম দল হিসেবে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে রংপুর।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা রংপুর রাইডার্স ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে সংগ্রহ করে ১৬৪ রান। ইনিংসের শুরুতে বিনুরা ফার্নান্ডো ও মারুফ মৃধার সুইংয়ে চাপে পড়ে দুই ওপেনার তৌফিক খান ও স্টিভেন টেলর। যদিও সাইফ ও টেলর মিলে একটি জুটি গড়েন, তবে দ্রুত রান তুলতে পারেননি। এরপর টানা তিন ওভারে সাইফ, টেলর ও ইফতিখার আহমেদের উইকেট হারায় দলটি।

এরপর খুশদিল শাহ একাই ইনিংসের গতি বাড়ান। মারুফ মৃধার পর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের এক ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। খুশদিল ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এবং ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে শেখ মেহেদী ১২ বলে ১৭ রান করেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন শেষ বলে ছক্কা মেরে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন। চিটাগংয়ের বোলারদের মধ্যে আলিস আল ইসলাম ২৮ রানে ও মোহাম্মদ ওয়াসিম ৪২ রানে ২টি করে উইকেট নেন।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগং শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। শামিম হোসেন পাটোয়ারি ৩১ বলে ৩৮ রান করে দলের হারের ব্যবধান কমালেও জয়ের দৌড়ে রাখতে ব্যর্থ হন। ফলে ১৩১ রানে থামে তাদের ইনিংস।

এ জয়ে রংপুর রাইডার্স টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে। অন্যদিকে, ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চিটাগং দুই নম্বরে এবং নেট রান রেটে পিছিয়ে থাকা বরিশাল ৩ নম্বরে অবস্থান করছে।

Header Ad
Header Ad

অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ

অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ। ছবি: সংগৃহীত

গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শুক্রবার (১৭ জানুয়ারি) প্রকাশিত সংস্থার বার্ষিক প্রতিবেদন "ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫" এ এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণের কারণে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বিশেষত, গুমের ঘটনার বিচার, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ এবং বিচারিক প্রক্রিয়ার উন্নয়নের প্রতিশ্রুতি প্রশংসিত হয়েছে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে। তবে এই অগ্রগতি স্থায়ী করতে আন্তর্জাতিক সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি।"

প্রতিবেদনের ৫৪৬ পৃষ্ঠায় শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Header Ad
Header Ad

ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, বাদ পড়লেন মোদি!

ছবি: সংগৃহীত

আগের মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে অভিহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর মোদির দ্রুত অভিনন্দন জানানোও প্রমাণ করে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় মোদির নাম না থাকাটা অনেককেই বিস্মিত করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন। যদিও শি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তবে চীন থেকে একজন ঊর্ধ্বতন প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

এদিকে, শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এবং ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন লা পেন। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আমন্ত্রণের তালিকায় এ ধরনের বাছাই কৌশলগত ইঙ্গিত বহন করে। শপথ অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি বৈশ্বিক কূটনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুই পাকিস্তানির দাপটে টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের
অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ
ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, বাদ পড়লেন মোদি!
টাঙ্গাইলের মধুপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির বাস, খুশি যাত্রীরা
সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি: প্রেস সচিব
‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
রাজধানীর হাজারীবাগ বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামবে: বিশ্বব্যাংক
জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সারজিস আলম
লিটনের পরিত্যক্ত বাসায় কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ
ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন
মুক্তিযুদ্ধে অন্যান্য দলের থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী
ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল