র্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি

লটারিতে পুরস্কারজয়ী দুই প্রবাসী বাংলাদেশি। ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’-এর সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম করে পুরস্কার জিতে নিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। বিজয়ী দুইজনই কাতার ও ওমানে কর্মরত আছেন।
মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার (২৬ এপ্রিল) জানিয়েছে, ওমান ও কাতারে অবস্থানরত এই দুই প্রবাসী বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রয়ে প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে পুরস্কার পেয়েছেন।
পুরস্কার জয়ীদের একজন, মিনহাজ চৌধুরী, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে জানতে পারেন, এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। তারপরও তিনি দারুণ আনন্দিত। মিনহাজ বলেন, "ই-মেইল পাওয়ার পর নিশ্চিত হয়েছিলাম। যদিও এটি গ্র্যান্ড প্রাইজ ছিল না, তবে আমার কাছে এটি বড় স্বপ্নের প্রথম ধাপ।"
চার বছর ধরে টিকিট কিনে আসা মিনহাজ জানান, তিনি ১০ জন বন্ধুকে নিয়ে একসঙ্গে টিকিট কেনেন। পুরস্কারের অর্থ দিয়ে নতুন বাড়ি নির্মাণ এবং একটি দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মিনহাজ আরও বলেন, "আমি কখনো ভাবিনি যে জিতব, কিন্তু অবশেষে জয়ী হতে পেরেছি।"
অন্য বিজয়ী হলেন কাতারে কর্মরত ২৯ বছর বয়সী রবিউল হাসান, যিনি চট্টগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আট বছর ধরে কাতারে গাড়ি চালকের কাজ করছেন। প্রায় তিন বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে টিকিট কেনার প্রতি আগ্রহী হন এবং এরপর চার বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনতে শুরু করেন।
বিজয়ী হওয়ার খবর পেয়ে রবিউল হাসান আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তিনি বলেন, "এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। উত্তেজনায় আমি লাফিয়ে উঠেছিলাম।" রবিউল জানান, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেননি। এবার পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারকে সময় দেবেন এবং পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করতে চান।
প্রসঙ্গত, আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী দেড় লাখ দিরহাম করে পুরস্কার পান। এপ্রিল মাসে যেসব টিকিট কেনা হয়েছে, সেগুলো এই সাপ্তাহিক ড্রয়ের জন্য বিবেচনায় নেয়া হয়।
