আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চাওয়া হলেও আওয়ামী লীগ ভারতের এক্সটেনশনে পরিণত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, “গত ১৬ বছরে সীমান্তে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় বাহিনীর গুলিতে মারা গেলেও আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করেনি। মোদি সরকারের মন্ত্রীরা পর্যন্ত নির্লজ্জভাবে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক। আজ এ দেশের জনগণের প্রতিরোধের মুখে অনেক আওয়ামী লীগ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, নাম পরিবর্তন করে হিন্দু নাম গ্রহণ করেছেন।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে শুধু আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেনি, ভারতীয় আধিপত্যবাদও উচ্ছেদ হয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশে কোনো স্থান নেই। তাদের সঙ্গে কোনো আপসও হবে না।”
নুর আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের শাসনামলে লুটপাট, দখলদারিত্ব ও চাঁদাবাজি চলেছে। এখনো ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কাঁচাবাজারসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়নি।”
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “সুবিধাবাদী রাজনীতিকদের জন্যই বিগত ১৬ বছরে জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। এখন সময় এসেছে সাধারণ ছাত্র-জনতা ও তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ার।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, জাগপা, বাংলাদেশ জাসদ ও গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের শেষ পর্যায়ে নুরুল হক নুর আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে দলটির প্রার্থী হিসেবে মাহাফুজুর রহমানের নাম ঘোষণা করেন।
