সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা

সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা। ছবি: সংগৃহীত
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে নিউমার্কেট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটি কলেজ আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে এ ঘোষণা দেন।
দুপুর থেকেই নিউমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন, অন্যদিকে লাঠিসোটা হাতে সিটি কলেজের সামনে জড়ো হন অন্যপক্ষের শিক্ষার্থীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শুরু হয় সংঘর্ষ, যা থেমে থেমে চলতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। বিকেল ৩টার কিছু আগে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ফিরে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানা যায়, সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী অজ্ঞাত কয়েকজন যুবকের দ্বারা মারধরের শিকার হন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, হামলাকারীদের মধ্যে একজন সিটি কলেজের ছাত্র। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে জড়ো হলে উত্তেজনার শুরু হয়। ইট-পাটকেল ছোড়াছুড়ির মধ্য দিয়েই শুরু হয় সংঘর্ষ, যা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
