রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রাক্তনকে স্বপ্নে দেখা কিসের ইঙ্গিত?

ছবি: সংগৃহীত

সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত দেহকে বিশ্রাম দেওয়ার জন্য আমাদের ঘুম প্রয়োজন। তবে মজা ব্যাপার হলো আমাদের ঘুমের সময় সারা দেহ বিশ্রাম নিলেও মস্তিষ্ক সচল থাকে। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় ঘুমের মধ্যে মস্তিষ্ক সারা দিনের কর্মকাণ্ড বা ঘটনাবলিকে বাছাই ও সংরক্ষণের কাজ করে থাকে। এসবের মাঝেই আমরা স্বপ্ন দেখি। স্বপ্নে আমরা নানা জিনিস দেখি। কিছু বাস্তব আর কিছু অবাস্তব।

অনেক সময় স্বপ্নে আমরা সে মানুষদের দেখি যার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। অনেকে আবার স্বপ্নে তার প্রাক্তনকে দেখে থাকেন। যা অস্বস্তিকর। ভোগ ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ সব উঠে এসেছে। সিগমন্ড ফ্রয়েডের মতে, স্বপ্ন দমিত আকাঙ্ক্ষার প্রতীক, মানে আমরা যা গোপনে চাই সেটাই আমরা স্বপ্নে দেখি।
চলুন জানা যাক স্বপ্ন নিয়ে বিজ্ঞান কী বলে?

আমরা কেনো নির্দিষ্ট বিষয় স্বপ্ন দেখি তার নির্দিষ্ট কারণ কখনো বিজ্ঞান বের করতে পারে নি। সুইস মনস্তত্ত্ববিদ কার্ল জুং স্বপ্নকে প্রাকৃতিক সত্য বলে বর্ণনা করেছেন। তার মতে, স্বপ্ন আমাদের বাস্তব চেতনার বাইরে গিয়ে মূল মানসিক অবস্থার সঙ্গে মিলিয়ে দেয়। তবে তিনি এটাও বিশ্বাস করতেন যে স্বপ্ন সব সময় সরাসরি অর্থ প্রকাশ করে না।

তবে কেনো আমরা প্রাক্তনকে স্বপ্নে দেখি? স্বপ্নে প্রাক্তন সঙ্গীর দেখা পাওয়া অনেক কারণেই হতে পারে। যার কয়েকটি কারণ উল্লেখ্য করেছেন সাইকোলজিস্ট-

অমীমাংসিত আবেগ : প্রাক্তনকে স্বপ্নে দেখার অন্যতম কারণ হতে পারে অমীমাংসিত আবেগ। আপনাদের সম্পর্কের অসম্পূর্ণ অনুভূতি বা স্মৃতি আপনার অবচেতন মনে বারবার নাড়া দিলে এমন হতে পারে। যার ফলে সে ব্যক্তি আপনি স্বপ্নে দেখছেন।

শূন্যতা : বিশেষজ্ঞের মতে, জীবনে কোনো অভাব বা শূন্যতার প্রতীক হিসেবে প্রাক্তনকে স্বপ্ন দেখতে থাকি।

এলোমেলো স্মৃতি : কখনো কখনো কেবল অতীতের স্মৃতির কারণেই প্রাক্তন সঙ্গীকে স্বপ্ন দেখেন। এর পেছনে গভীর মানসিক কোনো যোগাযোগ নেই।

তাহলে প্রাক্তন সঙ্গীকে স্বপ্ন দেখার অর্থ কী?
প্রাক্তনকে স্বপ্নে দেখার মানে এই নয় যে আপনাকে সেই সম্পর্কের আবার ফিরে যেতে হবে। বরং এটি হতে পারে অতীত সম্পর্ক বা জীবনের সেই সময়ের কোনো অমীমাংসিত আবেগের প্রতিফলন। যদি স্বপ্নটি একবার বা দুবার দেখা হয় সেটা স্বাভাবিক। কিন্তু একই স্বপ্ন বারবার ফিরে এলে, এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় বা অতীতের সঙ্গে কোনো অমীমাংসিত ইঙ্গিত করতে পারে। সুতরাং, প্রাক্তনকে স্বপ্নে দেখে অস্বস্তি অনুভব করলেও, এটি আপনার মানসিক স্বাস্থ্য বা চেতনার কোনো গভীর দিক আবিষ্কার করার সুযোগও হতে পারে নাও পারে।

Header Ad
Header Ad

জাতীয় কবির নাতি বাবুল কাজী আর নেই

কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। ছবি: সংগৃহীত

মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর (৫৯)। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১৮ জানুয়ারি) রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। সেই সঙ্গে তার চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন জাতীয় কবির নাতি বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় স্বজনরা তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

ওই ঘটনার পর বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী জানান, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস ছিল। ভোরে বাথরুমে গিয়ে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন। ধারণা করা হচ্ছে বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

খিলখিল কাজী জানান, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী কাজী নাদীরা ফারজানা ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। এছাড়া বাবুল কাজীর গার্মেন্টসের ব্যবসা রয়েছে।

Header Ad
Header Ad

জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী। ছবি: সংগৃহীত

স্নাতকের সনদ তুলতে এসে আটক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের এক নারী নেত্রী। রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।

তবে তার নামে কোনো মামলা না থাকায় অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত আফিয়া আনজুম সুপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভাগ কমিটির সভাপতি ছিলেন।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেত্রী আফিয়াকে চিনতে পেরে প্রক্টর অফিসে নিয়ে আসেন তারা। সেখান থেকে পালানোর চেষ্টা করলে প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। আফিয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আনা হয়। পাশাপাশি ফেসবুকে আন্দোলনকারীদের হুমকি-ধামকিও দেন তিনি।

অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা

আটক ছাত্রলীগ নেত্রী আফিয়া বলেন, ‌‘আমাকে ২০২৩ সালের আগস্টে অভ্যন্তরীণ প্রতিহিংসার কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে এখন জড়িত না। আমি ৭১-কে ধারণ করি, এটাই আমার রাজনীতি। আমি সনদ উঠাতে আসলে আমাকে কয়েকজন ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। এখানে কোনো শিক্ষক না পেয়ে আমি চলে যেতে চাই। তখন গেট থেকে আমাকে আবার প্রক্টর অফিসে নিয়ে আসা হয় ‘
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

Header Ad
Header Ad

রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়

ছবি: সংগৃহীত

চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং আর মালানের অসাধারণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

চিটাগংয়ের ব্যাটিং লাইন-আপকে চেপে ধরে ১২১ রানে অলআউট করে বরিশাল। বোলিংয়ে ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল ৩টি করে উইকেট নেন। ফাহিম মাত্র ১২ রান খরচায় তার ৪ ওভার শেষ করেন। পরে রান তাড়ায় দাভিদ মালানের অপরাজিত ৫৬ রানের ইনিংসের কল্যাণে ১৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বরিশাল।

চিটাগংয়ের ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো হলেও রিপন ও ফাহিমের বোলিংয়ে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানির যৌথ প্রচেষ্টায় ১২১ রান পর্যন্ত পৌঁছায় দলটি। মিঠুন ৩৫ ও সানি অপরাজিত ২৭ রান করেন।

রান তাড়ায় বরিশাল কিছুটা ধাক্কা খায়। তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দ্রুত ফিরে গেলেও অভিজ্ঞ মালান ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন। তার ৩৬ বলে ফিফটি ও নাবির ২১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছায় বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১২১/৮ (মিঠুন ৩৫, সানি ২৭*, ফাহিম ৩/১২, রিপন ৩/২৩)।
ফরচুন বরিশাল: ১৬.৫ ওভারে ১২২/৪ (মালান ৫৬*, নাবি ২৬*, খালেদ ২/২৭)।

ফলাফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দাভিদ মালান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জাতীয় কবির নাতি বাবুল কাজী আর নেই
জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী
রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?
সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’
আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাইফের হামলাকারী বাংলাদেশী: দাবি মুম্বাই পুলিশের  
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি