সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

অধ্যাপক কামরুল ১৮০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক ছুঁলেন

বিশিষ্ট কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিশিষ্ট কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম এককভাবে ১,৮০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেছেন। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

অধ্যাপক কামরুল ইসলাম তার প্রতিষ্ঠিত সিকেডি হাসপাতালে রোগীদের থেকে কোনো ফি নেন না। তিনি বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করেন, যা তিনি মানুষের প্রতি তার দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। তার মতে, আল্লাহ তাকে এই জ্ঞান দিয়েছেন এবং তিনি তা মানুষের সেবায় কাজে লাগাচ্ছেন।

২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত তিনি ১,৩০০ কিডনি প্রতিস্থাপন করেছিলেন। এরপর ২০২৩ সালের ১০ আগস্টে এটি ১,৪০০-তে পৌঁছায় এবং ২৭ ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেন। প্রথম এক হাজার কিডনি প্রতিস্থাপনে ১৪ বছর সময় লেগেছিল, কিন্তু পরবর্তী ২৬ মাসে তিনি সফলতার সঙ্গে আরও ৫০০ কিডনি প্রতিস্থাপন করেন।

অধ্যাপক কামরুল ইসলামের সাফল্যের হার প্রায় ৯৫ শতাংশ। ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে তিনি কিডনি প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করছেন।

ঢাকা মেডিক্যাল কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক কামরুল ইসলাম ১৯৯৩ সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন এবং পরবর্তীতে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে তিনি সিকেডি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। চিকিৎসাবিদ্যায় তার অসাধারণ অবদানের জন্য ২০২২ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।

Header Ad
Header Ad

গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কসাইয়ের গোপনাঙ্গ কর্তন

হাসপাতালে চিকিৎসাধীন বাবলু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণচেষ্টা করায় বাবলু নামের এক কসাইয়ের গোপনাঙ্গ কর্তন করেছেন এক গ্রামপুলিশের স্ত্রী। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের পাটোয়ারীরপুল গ্রামে এ ঘটনা ঘটে।

পরদিন রোববার দুপুরে ওই নারীর স্বামী থানায় মামলার প্রস্তুতি নেন। বর্তমানে কসাই বাবলু রায়পুর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামী প্রতি রাতের মতো শনিবারও দায়িত্ব পালন করতে যান। এ সুযোগে লোকটি ঘরে ঢুকে তিন সন্তানের জননী এই নারীকে ধর্ষণের চেষ্টা করে। তখন তিনি তার কাছে থাকা ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপনাঙ্গের কিছু অংশ কেটে দেন। এতে বাবলু আহত হয়ে পালিয়ে যায়।

ধর্ষণচেষ্টার শিকার ওই গৃহবধু জানান, তারা পাশাপাশি বাড়িতে থাকেন। বাবলু অনেক দিন ধরে তাকে ‘কুপ্রস্তাব’ দিচ্ছিলেন। বিষয়টি তিনি তার স্বামী ও স্বজনকে জানালে কেউ তার কথা বিশ্বাস করেনি। এ কারণে তিনি আত্মরক্ষার জন্য নিজের কাছে সবসময় একটি ব্লেড রাখতেন। সেই ব্লেড দিয়েই ওই ব্যক্তির গোপনাঙ্গ আংশিক কেটেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু বলেন, ‘আমি শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। পথে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রামপুলিশ আরিফসহ কয়েকজন আমাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে। পরে আমি ঘর থেকে বেরিয়ে পরিচিত ছোট ভাইকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আওয়ামী লীগের আমলে গ্রামপুলিশ আরিফের সাথে আমার ঝামেলা হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

রায়পুর সরকারি হাসপাতালের চিকিৎসক বাহারুল আলম বলেন, ‘আহত বাবলুর গোপনাঙ্গের ২০ শতাংশ কাটা গেছে। তিনি এখন শঙ্কামুক্ত।’

এ বিষয়ে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ জামিলুল হক জানান, এ বিষয়ে ভুক্তভোগী থানা অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলবে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে একযোগে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। প্রথমে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পরে পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

ডি এম আলাউদ্দিন জানান, তাদের পদত্যাগের মূল কারণ হলো ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দেওয়ার জন্য নিজেদের অপরাধী মনে করা। তিনি বলেন, “জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। সেই বিবেকের তাড়নায় আমরা মনে করি আমরা অপরাধী। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা দল থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও জানান, উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৯০ শতাংশ নেতাকর্মী পদত্যাগ করেছেন। ভবিষ্যতে নতুন কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে সবাই একসঙ্গে দেশের স্বার্থে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।

Header Ad
Header Ad

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার

ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

রোববার (১৬ মার্চ) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

বহিষ্কৃত নেতারা হলেন- ঢাকা মহানর উত্তরের আওয়াতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এদিকে এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা। এ সময় তারা আমিনুল হক ও মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন। 

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায়বিচার দাবি করেন। এ ছাড়া অনতিবিলম্বে বহিষ্কার আদেশ তুলে না নিলে বৃহত্তর কর্মসূচিরও হুমকি দেন তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কসাইয়ের গোপনাঙ্গ কর্তন
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার
জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
নওগাঁ সীমান্তে যুবক নিহত, বিএসএফের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
করোনা টিকার ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
১০০ বছরেও যে দেশে জন্ম হয়নি কোনো শিশুর!
আমরা যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী
অধ্যাপক কামরুল ১৮০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক ছুঁলেন
সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে গণধর্ষণ: গ্রেপ্তার ৫ জন আদালতে
চাকরি থেকে ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত
দাবি পূরণের আশ্বাস, ধর্মঘট প্রত্যাহার করল রেলওয়ের রানিং স্টাফরা
বহু জেল খেটেছি আর খাটতে চাই না: মির্জা আব্বাস
ডিভোর্স হয়নি, আমরা এখনো স্বামী–স্ত্রী: সায়রা বানু
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁসের অভিযোগ, তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি
হামজা এখন বাংলাদেশে  
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান করে তিতুমীর শিক্ষার্থীদের হুঁশিয়ারি  
কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু