সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

ছবি: সংগৃহীত

চারুকলায় নববর্ষ আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ ফের তৈরি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, নতুন করে এ দায়িত্ব শিল্পীদের ওপর ন্যস্ত করা হয়েছে।

এবার নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ রাখার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এসে দুষ্কৃতকারীরা তা পুড়িয়ে দেয়।

গতকাল শনিবার ঢাবি উপাচার্য চারুকলা অনুষদে গিয়ে সেখানে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন। তখনই তিনি এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, ‘আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাঁধা এসেছে। এ ধরনের কাজে কিছু বাঁধা আসেই, ষড়যন্ত্র থাকবেই। মানুষের পরিশ্রম, আল্লাহর উপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাবো। এতে সবার সহযোগিতা কামনা করছি। আমরা এই মুহূর্তে একটি জাতীয় দায়িত্ব পালন করে আসছি। আমরা সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।’

মোটিফ তৈরির যাবতীয় সরঞ্জাম ইতোমধ্যেই চারুকলা প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছে। শিল্পীরা দ্রুততম সময়ে মোটিফ বানানোর কাজে লেগে পড়েছেন।

আগের মোটিফটি প্রায় এক মাস সময় নিয়ে গড়া হয়েছিল। সেটা ১ দিনে কীভাবে গড়া সম্ভব? এমন প্রশ্নের জবাবে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত ১ মাস ধরে বানানো একটা প্রতিকৃতি তো ১ দিনে বানানো সম্ভব না। দেখা যাক, শিল্পীরা কি করেন। তারা অনেক ভেবে, চিন্তা করে কি করেন সেটা পরে দেখা যাবে।’

পুরো বিষয়টির দেখভাল এখন শিল্পীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা পরিকল্পনা করছেন। কীভাবে কাজটা সারা যায়, সেটি দেখছেন তারা।

তবে এ বিষয়ে শিল্পী ও শিক্ষকদের দাবি তারা যদি ২৪ ঘন্টাও কাজ করেন তাহলে ন্যূনতম ৫ দিন সময় লাগবে এমন প্রতিকৃতি তৈরি করতে। এখন যেটা সম্ভব তা হচ্ছে- আলোচনার মাধ্যমে ভিন্নভাবে কিছু তৈরি করা।

এর আগে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি দেখতে চারুকলায় গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমি স্যালুট জানাই। তারা গত ১ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। “ফ্যাসিস্টের প্রতিকৃতি” নাশকতার মাধ্যমে পুড়িয়ে ফেলে শিল্পীদের স্পিরিট দমানোর চেষ্টা করলেও আমি এসে দেখছি শিল্পীদের স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে। আশা করবো দেশবাসী দারুণ একটি শোভাযাত্রা করবে। দেশবাসীকে আহ্বান জানাই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য।’

প্রসঙ্গত, দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Header Ad
Header Ad

ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা

ছবি: সংগৃহীত

ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ (Waqf) সংশোধনী আইনের পরই প্রথম বড় পদক্ষেপ হিসেবে বুলডোজার চালানো হলো একটি মাদ্রাসায়। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলার বিডি কলোনিতে ৩০ বছর ধরে পরিচালিত একটি মাদ্রাসা ‘অবৈধ নির্মাণ’ অভিযোগে গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও প্রশাসনের দাবি, মাদ্রাসা পরিচালনা কমিটিই স্বেচ্ছায় এই ধ্বংস কার্য সম্পন্ন করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমিতে গড়ে ওঠা মাদ্রাসাটির বিরুদ্ধে প্রথম লিখিত অভিযোগ করেন এক মুসলিম ব্যক্তি। এরপর মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি বিষ্ণু দত্ত শর্মা বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে, মাদ্রাসা কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে একাধিক নোটিশ জারির পরও ব্যবস্থা না নেয়া হলেও, নতুন ওয়াকফ আইন পাস হওয়ার পর আইন প্রয়োগের কঠোর বার্তা পেয়ে মাদ্রাসা কমিটি নিজেরাই ধ্বংস প্রক্রিয়া শুরু করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমোদনে মাদ্রাসাটি চালু হলেও, পরবর্তীতে এটি পুরসভার আওতায় চলে আসে এবং তখন থেকেই নির্মাণটি ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয়। মামলাও চলছিল আদালতে। সম্প্রতি আইন অনুযায়ী এটি ভেঙে ফেলা অবশ্যম্ভাবী হয়ে পড়ে, ফলে মাদ্রাসা কমিটি নিজেরাই বুলডোজার এনে ভাঙচুর সম্পন্ন করে।

বিষ্ণু দত্ত শর্মা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে এই ধরনের অব্যবস্থাপনা ও অপব্যবহার রোধ করা সম্ভব হবে। এসব সম্পত্তি এখন সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কাজে লাগানো হবে।” প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি ‘আইনসম্মত ও প্রতীকী পদক্ষেপ’ বলে আখ্যায়িত করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Header Ad
Header Ad

পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েও এনওসি জটিলতায় তা হাতছাড়া হয়েছিল রিশাদ হোসেনের। তবে বছর ঘুরতে না ঘুরতেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের স্বাদ পেয়ে গেলেন তিনি। পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশি এই লেগ স্পিনার।

প্রথম ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের ৭৯ রানের জয়ে বড় অবদান রাখেন রিশাদ। তুলে নিয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশো, অভিজ্ঞ মোহাম্মদ আমির এবং আবরার আহমেদের উইকেট।

এই তিন উইকেটের সঙ্গে সঙ্গে রিশাদ গড়েছেন তিনটি উল্লেখযোগ্য রেকর্ড, যার দুটি পিএসএল সংশ্লিষ্ট এবং একটি বাংলাদেশের খেলোয়াড়দের প্রেক্ষাপটে।

প্রথমত, পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন রিশাদ হোসেন। তার ৩/৩১ বোলিং ফিগার ছাড়িয়ে গেছে সাকিব আল হাসানের ২/১৪ রেকর্ডকে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ২০১৭ সালে করাচি কিংসের বিপক্ষে ৩/২১ ফিগার নিয়েছিলেন।

পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
১. ৩/২১ - মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৭, করাচি কিংসের বিপক্ষে)
২. ৩/৩১ - রিশাদ হোসেন (২০২৫, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে)
৩. ২/১৪ - সাকিব আল হাসান (২০১৭, লাহোর কালান্দার্সের বিপক্ষে)

দ্বিতীয়ত, পিএসএলে অভিষেক ম্যাচে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বোলিং ফিগারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিশাদ। সম্প্রতি লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নেয়া ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার আছেন শীর্ষে।

পিএসএলে বিদেশিদের অভিষেকে সেরা বোলিং ফিগার:
১. ৪/২৬ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড)
২. ৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)

তৃতীয়ত, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচে বাংলাদেশের যেকোনো বোলারের মধ্যে রিশাদ এখন সেরা। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি গ্লোবাল সুপার লিগে ২/২০ ফিগার নিয়েছিলেন।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
১. ৩/৩১ - রিশাদ হোসেন (পিএসএল, লাহোর কালান্দার্স)
২. ২/২০ - তানজিম হাসান সাকিব (গ্লোবাল সুপার লিগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)
৩. ২/২৬ - মুস্তাফিজুর রহমান (আইপিএল, সানরাইজার্স হায়দরাবাদ)

মাত্র এক ম্যাচেই এমন পারফরম্যান্সে রিশাদ যেন জানান দিলেন—বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে প্রস্তুত তিনি।

Header Ad
Header Ad

আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন

ছবি : ঢাকাপ্রকাশ

দেশজুড়ে ফিরে এসেছে শান্তি, ঐক্য ও সংস্কৃতির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিন।

জাতি, ধর্ম ও সংস্কার নির্বিশেষে মানুষ নানা আয়োজনে, লোকজ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বরণ করছে নতুন বছরকে। শহর থেকে গ্রাম—সর্বত্র ছড়িয়ে পড়েছে বৈশাখের আনন্দ, আর সর্বত্র ধ্বনিত হচ্ছে—“এসো হে বৈশাখ, এসো এসো…”

ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবারের বর্ষবরণ উৎসব পেয়েছে বিশেষ মাত্রা। উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয়ভাবে রাজধানীসহ সারাদেশে বৈশাখী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সকালে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে রাগ ভৈরবীতে ‘মুক্তির গান’ পরিবেশনের মাধ্যমে সূচনা হয় প্রভাতি অনুষ্ঠানের। এবার সেখানে অনুপস্থিত ছিলেন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীদা খাতুন, যার শূন্যতা অনুভব করেছে সবাই। প্রায় দেড় শতাধিক শিল্পীর অংশগ্রহণে এ আয়োজন হয়ে উঠেছে বাঙালির সুর ও মানবতার মেলবন্ধন।

নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। আসুন, আমরা বিগত বছরের গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাই।”

পাহাড় ও সমতলের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে এবার বৈশাখী আয়োজন আরও বর্ণিল। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি উদ্যোগে আয়োজিত চৈত্রসংক্রান্তির কনসার্টে গান গেয়েছে পাহাড়ি ও সমতলের ব্যান্ডদল। আজ সকাল থেকেই সারাদেশে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে নতুন বছরের প্রথম দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বের হয় ‘নববর্ষের আনন্দ শোভাযাত্রা’, যা এবার নতুন নামে ও প্রেরণায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর সদস্যরা, যাঁরা ঐতিহ্যবাহী পোশাক ও প্রতীক নিয়ে শোভাযাত্রাকে করে তোলেন এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক মিলনমেলা। প্রতিপাদ্য ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ হয়ে উঠেছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন।

বাংলা একাডেমিতে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা। নজরুল মঞ্চে চলছে সংগীত, বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনা। সারা শহরে ছড়িয়ে রয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ, লোকসংগীত, আবৃত্তি, নৃত্য ও ড্রোন শো। রাজধানীর গণ্ডি ছাড়িয়ে এ উৎসব ছড়িয়ে পড়েছে সারাদেশ এবং প্রবাসী বাঙালিদের মধ্যেও। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ অনুষ্ঠানগুলো যেন এনে দিচ্ছে এক অভিন্ন উৎসবের স্বাদ।

এখন আর পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়—এটি হয়ে উঠেছে জাতির ঐক্য, সংস্কৃতি এবং গণতান্ত্রিক চেতনার এক দৃপ্ত প্রতীক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন
পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র