সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে:ফিলিস্তিন রাষ্ট্রদূত

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান, বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ঢাকার ‘মার্চ ফর গাজা’ সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি বলেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে।

শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বিবৃতিতে বলেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে। ১২ এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে, যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। বাংলাদেশ, তার পুরুষ ও নারী, তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে, ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি, উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল।

এই মহৎ জাতি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে, একটি ঘোষণা, যা কেবল কথায় নয় বরং নীতিগতভাবে খোদাই করা হয়েছে- বাংলাদেশ ইতিহাসের সঠিক দিকে থাকা ছাড়া আর কিছুই মেনে নেবে না। ফিলিস্তিন এবং এর জনগণের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই গ্রহণ করবে না। এই পৃথিবীর প্রতিটি সম্মানিত আত্মার গভীরে বসবাসকারী এই নীতির সঙ্গে তারা কখনও আপস করবে না।

সমগ্র ফিলিস্তিন থেকে সমগ্র বাংলাদেশের কাছে, আমরা এমন এক জনগোষ্ঠীকে আমাদের শুভেচ্ছা জানাই যাদের মাহাত্ম্য এবং সাহসী অবস্থানকে ভাষায় প্রকাশ করা যায় না। ফিলিস্তিন তার বাংলাদেশের ভাইবোনদের কাছ থেকে এটাই প্রত্যাশা করে, আমাদের জনগণ তাদের পূর্ণ অধিকার, তাদের স্বাধীনতা এবং তাদের স্বাধীনতা পুনরুদ্ধার না করা পর্যন্ত তাদের সমর্থনে অনুগত এবং অটল থাকবে।

বিবৃতিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এই মহান জনগণের প্রতি, আমরা আমাদের স্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। ফিলিস্তিন এবং এর জনগণ আপনাদের প্রতি অনুগত থাকবে, যতক্ষণ না এটি তাদের পূর্ণ অধিকার, তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে। আমরা আপনাদের সম্মানজনক অবস্থান কখনও ভুলব না। আমরা বাংলাদেশের জন্য আপনাদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অব্যাহত অগ্রগতির জন্য ক্রমাগত প্রার্থনা করি।

ঢাকার প্রাণকেন্দ্রে, আমরা লাল এবং সবুজ রঙের সমুদ্রের উত্থান প্রত্যক্ষ করেছি। ফিলিস্তিনের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজু স্মৃতি ভাস্কর্যটি এই অসাধারণ দৃশ্যের পটভূমি হয়ে উঠেছে। বাংলাদেশের জাতীয় রং ফিলিস্তিনের সঙ্গে মিশে আছে, সাহসের দুটি পতাকা পাশাপাশি উড়ছে। হাজার হাজার কণ্ঠস্বর, যার মধ্যে শিক্ষার্থী, মা, ইমাম, শিল্পী এবং আরও অনেকে স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য একযোগে ধ্বনি তুলেছেন।

ঢাকার কণ্ঠস্বর চিৎকার করে উঠবে এবং কখনও নীরব থাকবে না, যতক্ষণ না ফিলিস্তিনি ভাই-বোনেরা দখলদারিত্ব এবং অবিচারের শিকার হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আমি গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে লিখছি। মিছিল করা প্রতিটি ছাত্র, চিত্রশিল্পী, প্রার্থনাকারী, ইমাম এবং কণ্ঠস্বর তুলে ধরা প্রতিটি বাংলাদেশিকে ধন্যবাদ। গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয়। ন্যায়বিচারের জয় হবে এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন।

আমার হৃদয় থেকে এবং ফিলিস্তিনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা কেবল সমর্থক নন। আশা, মর্যাদা এবং সংগ্রামে আমাদের ভাই ও বোন। ফিলিস্তিন-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ন্যায়বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক।

উল্লেখ্য, শনিবার রাজধানীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। দল-মত নির্বিশেষে এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নেন।

 

Header Ad
Header Ad

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা বটমূলে শেষ হয়েছে ছায়ানটের আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। এ বছর বিশেষভাবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও দর্শনার্থীরা।

সোমবার (১ বৈশাখ) সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়ে একযোগে এই নীরবতা পালন করা হয়। এরপর ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘটে ছায়ানটের ৫৮তম বর্ষবরণ উৎসবের।

নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, “ফিলিস্তিনে, বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার গণহত্যা এবং শিশু হত্যার তীব্র নিন্দা জানাই। যারা আপন ভূমি রক্ষায় সংগ্রাম করছেন, তাদের প্রতি আমাদের সংহতি রয়েছে। নিহতদের স্মরণে সবাইকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।”

সূর্যোদয়ের পরপরই বর্ষবরণের এই অনুষ্ঠানের সূচনা হয়। এ বছরের আয়োজনের মূলভাব ছিল “আমার মুক্তি আলোয় আলোয়”। অনুষ্ঠানজুড়ে ছিল নতুন আলো, প্রকৃতি, ভালোবাসা ও আত্মজাগরণের সুরবোধ।

অনুষ্ঠানটি ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়, পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারিত হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ছায়ানট রমনা বটমূলে বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন করে আসছে। এবারের উৎসব ঘিরে গত তিন মাস ধরে ধানমন্ডির সংস্কৃতি-ভবনে চলেছে নিবিড় মহড়া। আর মঞ্চ নির্মাণের কাজ শুরু হয় ৮ এপ্রিল থেকে।

Header Ad
Header Ad

মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন

ছবি: সংগৃহীত

মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি কিশোরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) দেশটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল অসাধু দালালচক্র। তবে পথিমধ্যে তারা মিয়ানমারের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মিয়ানমার কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। কয়েক মাস ধরে তারা দেশটিতে আটক অবস্থায় ছিলেন।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন তরুণদের হস্তান্তরের সময় বন্দরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠাতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও জানান, সম্প্রতি মিয়ানমারের তথাকথিত 'স্ক্যাম সেন্টার' থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে, একই জাহাজে দেশে ফিরছেন মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঠানো বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তা টিমও। তারা ১০ দিন ধরে দেশটিতে মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

Header Ad
Header Ad

পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে এসব এলাকায় কিছু রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় ডাইভারশন ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে জননিরাপত্তার স্বার্থে নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

ডাইভারশন পয়েন্ট ও ব্যারিকেড এলাকায় যান চলাচল বন্ধ থাকবে: বাংলামোটর ক্রসিং, নেভি গ্যাপ, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ, কদমফোয়ারা, হাইকোর্ট (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর, রমনা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত এবং কাটাবন ক্রসিং এলাকাসমূহ।

যানবাহনের বিকল্প রুট:

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর হয়ে বামে মোড় নিয়ে মগবাজার হয়ে চলবে।
২. গোলাপশাহ মাজার থেকে শাহবাগমুখী গাড়ি কদমফোয়ারা, ইউবিএল ও নাইটিংগেল হয়ে যাবে।
৩. সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যান আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার হয়ে চলবে।

গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলো: নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত, মৎস্যভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি), শিল্পকলা একাডেমির গলি, কাঁটাবন থেকে নীলক্ষেত ও পলাশী, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল, আব্দুল গনি রোড

নির্ধারিত নির্দেশনা ও ডাইভারশন মেনে চলতে সকল নাগরিকের সহযোগিতা চেয়েছে ডিএমপি, যাতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে নববর্ষ উদযাপন করা যায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা
ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন
পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান