রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আজ বিশ্ব পুরুষ দিবস, প্রিয় পুরুষকে দিতে পারেন উপহার

প্রতীকী ছবি

নারী দিবসের কথা আমরা সবাই জানলেও পুরুষ দিবসও যে আছে তা আমরা অনেকেই জানি না। আবারও জানলেও ঘটা করে তা উদযাপন করা হয় না। আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস। তাই চাইলেই বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী বা প্রেমিক যিনি হোন না কেন, আপনার প্রিয় পুরুষ মানুষটিকে আজ কিছু উপহার দিতে পারেন। তাকে স্মরণ করিয়ে দিতে পারেন আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তিনি।

চলতি বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পুরুষ ও ছেলেদের স্বাতন্ত্র্য’। ২০১৮ সালে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আদর্শ পুরুষ চরিত্র’। সমাজে ও পরিবারে পুরুষের অবদানকে উদযাপন করতেই পুরুষ দিবসের সূচনা হয়।

পুরুষ দিবস পালনে প্রথমে ২৩ ফেব্রুয়ারি দিন ঠিক হয়েছিল। কিন্তু আগে থেকে এ দিনটি ‘রেড আর্মি ও নেভি ডে’র জন্য নির্ধারণ করে ফেলেছিল রাশিয়া।

তাই পরে ১৯ নভেম্বর পুরুষ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯২২ সাল। এর কয়েক বছর আগেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। সেই যুদ্ধে নিহত সেনাদের শ্রদ্ধা জানাতে এবং পুরুষ জাতিকে উদ্বুদ্ধ করতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ‘রেড আর্মি অ্যান্ড নেভি ডে’ পালন করা হতো। সমাজে পুরুষদের বীরত্ব আর ত্যাগের প্রতি সম্মান জানিয়েই মূলত দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে এই বিশেষ দিন উদযাপন শুরু হয়।

দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বেশ কয়েকটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। বালক, কিশোর ও পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নারী-পুরুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রচারণা, নারী-পুরুষ সমতার প্রচার, পুরুষদের মধ্যে ইতিবাচক আদর্শ চরিত্রের গুরুত্ব তুলে ধরা, পুরুষ ও বালকদের নিয়ে গড়ে ওঠা বিভিন্ন সংস্কার ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, পুরুষ ও বালকদের অর্জন ও অবদানকে উদযাপন করা। সমাজ, পরিবার, বিবাহ ও শিশু যত্নের ক্ষেত্রে পুরুষদের অবদানকে তুলে ধরাও এই দিবসের আরেকটি লক্ষ্য।

বিশ্ব জুড়ে নানাভাবে পুরুষ দিবস পালনের রেওয়াজ রয়েছে। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের ৭০টিরও বেশি দেশে দিবসটি পালন করা হয়। এই দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, ভারত, পাকিস্তান, ক্রোয়েশিয়া, জ্যামাইকা, কিউবা, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, মাল্টা, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, ইউক্রেন ইত্যাদি। নারী-পুরুষ আসলে সমাজের দুটি স্তম্ভ, যার ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে থাকে একটা সুস্থ-স্বাভাবিক সমাজ। দিনটি উপলক্ষে এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে একটি আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Header Ad
Header Ad

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর বিষয়ে দুদকের চিঠি

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। গত রোববার এই চিঠি পাঠানো হয়।

১৫ জানুয়ারি দুদক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার অভিযোগে প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নেয়।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে এই পদে নিয়োগের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন।

পুতুলের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে একটি মামলাও করেছে দুদক।

২০২৩ সালের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আর্থিক ও ফৌজদারি মামলা থাকার কারণে বাংলাদেশ সরকার পুতুলের মাধ্যমে ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে ডব্লিউএইচও’কে সরাসরি চিঠি দিয়ে পুতুলের পরিবর্তে সরাসরি কাজ করার কথা জানানো হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে তার অবস্থান নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দুদকের তদন্ত ও সরকারের সিদ্ধান্তের ফলে ডব্লিউএইচও’র এই গুরুত্বপূর্ণ পদে পুতুলের অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রমাণ ও তদন্তের ফলাফলের ওপর।

Header Ad
Header Ad

ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর

ছবি : ঢাকাপ্রকাশ

পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে গুজরাটে আটক হওয়া বাংলাদেশি দম্পতি রশিদ শেখ (৪০) ও ঝরনা খাতুন (৩২) ৭ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফিরে এসেছেন। রবিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

জানা যায়, ২০১৮ সালের মার্চ মাসে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন রশিদ ও ঝরনা। গুজরাটে অবস্থানকালে সেখানকার পুলিশ তাদের আটক করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ করেন তারা।

রশিদ শেখ যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের মো. রাজ্জাক শেখের ছেলে। ঝরনা খাতুন মনিরামপুর উপজেলার মোছনা গ্রামের মো. ওমর আলী গাজীর মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দালালের মাধ্যমে বিদেশে প্রবেশ ও কারাভোগের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন,‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার জন্মদিনে ঘোষণা দিচ্ছি, কোন বিল ঝিল খাল নদী নালায় নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে না। নওগাঁ বিশ্ববিদ্যালয় এই শহরের উপকণ্ঠে হবে।’

রবিবার(১৯ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার আগে আপনাদের নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আপনাদের নেতা বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের বাংলাদেশ গড়তে চেয়েছেন। নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে তারাই শিক্ষক হিসেবে জয়েন করবে যারা স্ব স্ব ক্ষেত্রে সবচেয়ে বেশি মেধাবী। এখানে যারা শিক্ষক হবে, মেধাবীরা হবে, তার রং সাদা না কালো সেটি বিচার করা হবে না, তবে কোন স্বৈরাচারের দোসর এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেনা। তার নিশ্চিয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য ১৫৮১ জন তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি কথা দিচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়।’

 

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, এস.এম রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম টুটুল, নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী শামিমা পারভীন পলি,নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর বিষয়ে দুদকের চিঠি
ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর
নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী
ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার
গণ-অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন দিন : সালাহউদ্দিন
জাতীয় কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই
জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী
রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?
সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ