সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা বিকেলে

ছবি: সংগৃহীত

শিল্পক্ষেত্রে গ্যাসের নতুন দরের ঘোষণা দেওয়া হবে আজ রোববার (১৩ এপ্রিল)। এদিন নতুন শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের বাড়তি দর চেয়ে পেট্রোবাংলার করা আবেদনের বিষয়ে আদেশ দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন দর ঘোষণা হবে।

বিইআরসির তথ্যমতে, শিল্প গ্রাহকরা বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের বিল দিচ্ছে ৩০ টাকা দরে। এখন যে সব শিল্প চালু রয়েছে, তারা এই দরেই গ্যাস পাবে। আর নতুন সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা হতে পারে।

বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ দশমিক ৭২ টাকা করা।

পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলেছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার সেই প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র আপত্তি তোলেন। বিশেষ করে শিল্পে দুই ধরনের দর করার বিরোধিতা করেন সবাই।

শুনানিতে অনেকেই শিল্পে দুই ধরনের দরের বিষয়ে আপত্তি করেন। তারা বলেছেন, বিদ্যমান শিল্পের জন্য গ্যাসের দর অপরিবর্তিত রেখে নতুন শিল্পের জন্য বাড়তি দাম নির্ধারণ করা হলে অসম প্রতিযোগিতা তৈরি হবে।

 

Header Ad
Header Ad

স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা

ছবি: সংগৃহীত

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পরিবর্তন আনলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এবং স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। সোমবার (১৪ এপ্রিল), অর্থাৎ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ থেকে এই দাম কার্যকর হবে।

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা।

এর আগে গত ১২ এপ্রিল বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা করেছিল, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়েছিল।

২০২৫ সালে এ পর্যন্ত ২১ বার স্বর্ণের দাম হালনাগাদ করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। ২০২৪ সালে ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল—যার মধ্যে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দামে এই পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

Header Ad
Header Ad

ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা

ছবি: সংগৃহীত

ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ (Waqf) সংশোধনী আইনের পরই প্রথম বড় পদক্ষেপ হিসেবে বুলডোজার চালানো হলো একটি মাদ্রাসায়। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলার বিডি কলোনিতে ৩০ বছর ধরে পরিচালিত একটি মাদ্রাসা ‘অবৈধ নির্মাণ’ অভিযোগে গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও প্রশাসনের দাবি, মাদ্রাসা পরিচালনা কমিটিই স্বেচ্ছায় এই ধ্বংস কার্য সম্পন্ন করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমিতে গড়ে ওঠা মাদ্রাসাটির বিরুদ্ধে প্রথম লিখিত অভিযোগ করেন এক মুসলিম ব্যক্তি। এরপর মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি বিষ্ণু দত্ত শর্মা বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে, মাদ্রাসা কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে একাধিক নোটিশ জারির পরও ব্যবস্থা না নেয়া হলেও, নতুন ওয়াকফ আইন পাস হওয়ার পর আইন প্রয়োগের কঠোর বার্তা পেয়ে মাদ্রাসা কমিটি নিজেরাই ধ্বংস প্রক্রিয়া শুরু করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমোদনে মাদ্রাসাটি চালু হলেও, পরবর্তীতে এটি পুরসভার আওতায় চলে আসে এবং তখন থেকেই নির্মাণটি ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয়। মামলাও চলছিল আদালতে। সম্প্রতি আইন অনুযায়ী এটি ভেঙে ফেলা অবশ্যম্ভাবী হয়ে পড়ে, ফলে মাদ্রাসা কমিটি নিজেরাই বুলডোজার এনে ভাঙচুর সম্পন্ন করে।

বিষ্ণু দত্ত শর্মা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে এই ধরনের অব্যবস্থাপনা ও অপব্যবহার রোধ করা সম্ভব হবে। এসব সম্পত্তি এখন সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কাজে লাগানো হবে।” প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি ‘আইনসম্মত ও প্রতীকী পদক্ষেপ’ বলে আখ্যায়িত করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Header Ad
Header Ad

পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েও এনওসি জটিলতায় তা হাতছাড়া হয়েছিল রিশাদ হোসেনের। তবে বছর ঘুরতে না ঘুরতেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের স্বাদ পেয়ে গেলেন তিনি। পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশি এই লেগ স্পিনার।

প্রথম ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের ৭৯ রানের জয়ে বড় অবদান রাখেন রিশাদ। তুলে নিয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশো, অভিজ্ঞ মোহাম্মদ আমির এবং আবরার আহমেদের উইকেট।

এই তিন উইকেটের সঙ্গে সঙ্গে রিশাদ গড়েছেন তিনটি উল্লেখযোগ্য রেকর্ড, যার দুটি পিএসএল সংশ্লিষ্ট এবং একটি বাংলাদেশের খেলোয়াড়দের প্রেক্ষাপটে।

প্রথমত, পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন রিশাদ হোসেন। তার ৩/৩১ বোলিং ফিগার ছাড়িয়ে গেছে সাকিব আল হাসানের ২/১৪ রেকর্ডকে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ২০১৭ সালে করাচি কিংসের বিপক্ষে ৩/২১ ফিগার নিয়েছিলেন।

পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
১. ৩/২১ - মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৭, করাচি কিংসের বিপক্ষে)
২. ৩/৩১ - রিশাদ হোসেন (২০২৫, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে)
৩. ২/১৪ - সাকিব আল হাসান (২০১৭, লাহোর কালান্দার্সের বিপক্ষে)

দ্বিতীয়ত, পিএসএলে অভিষেক ম্যাচে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বোলিং ফিগারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিশাদ। সম্প্রতি লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নেয়া ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার আছেন শীর্ষে।

পিএসএলে বিদেশিদের অভিষেকে সেরা বোলিং ফিগার:
১. ৪/২৬ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড)
২. ৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)

তৃতীয়ত, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচে বাংলাদেশের যেকোনো বোলারের মধ্যে রিশাদ এখন সেরা। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি গ্লোবাল সুপার লিগে ২/২০ ফিগার নিয়েছিলেন।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
১. ৩/৩১ - রিশাদ হোসেন (পিএসএল, লাহোর কালান্দার্স)
২. ২/২০ - তানজিম হাসান সাকিব (গ্লোবাল সুপার লিগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)
৩. ২/২৬ - মুস্তাফিজুর রহমান (আইপিএল, সানরাইজার্স হায়দরাবাদ)

মাত্র এক ম্যাচেই এমন পারফরম্যান্সে রিশাদ যেন জানান দিলেন—বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে প্রস্তুত তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা
ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন
পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা