পৃথিবীতে সব থেকে বেশি শিকার হয় এই প্রাণী, ৩০ হাজার টাকা কেজিতে বিক্রি হয় মাংস!
প্যাঙ্গুলিন। ছবি: সংগৃহীত
অতি শক্তিশালী শিকারি প্রাণী হিসেবে মানুষ অতুলনীয়। মানুষের শিকারের ধরন নির্মম। মানুষ কি না করে। তারা বনের পশুকে শিকার করার কৌশলকে ক্রমাগতভাবে উন্নত করেছে। যার ফলে ক্রমশ হারিয়ে যেতে বসেছে নানা প্রজাতির প্রাণী। কিছু প্রাণীকে নিয়ে ছড়িয়ে পড়ে ভুল ধারণা। যার প্রভাবে সেই প্রাণী হয়ে উঠে মহামূল্যবান।
ভারতের বিহারের একমাত্র টাইগার রিজার্ভ "বাল্মিকী"-তে এমন একটি প্রাণীর সন্ধান পাওয়া যায়, যা নিয়ে বিশ্বব্যাপী নানা ভুল ধারণা ছড়িয়ে আছে। এই ভুল ধারণার কারণে এই প্রাণীটিকে পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি শিকার করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই প্রাণীটিকে এত বেশি শিকার করা হয়েছে যে বর্তমানে এটি বিলুপ্তির পথে।
এই প্রাণীর নাম প্যাঙ্গুলিন, যাকে বাংলায় বনরুই বলা হয়। আঁশযুক্ত শরীর ও মৎস্যাকৃতি গঠনে বনজঙ্গলে চলাফেরা করা রুই মাছের মতো দেখতে মনে হয় বলে এদেরকে বনরুই বলা হয়ে থাকে। বিপদ বুঝলে এরা নিজেকে একটি বলের মতো করে গুটিয়ে নেয়।
নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটির কর্তা এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ অভিষেক গত ২৫ বছর ধরে কাজ করছেন। তিনি ভারতীয় একটি গণমাধ্যমকে জানান, প্যাঙ্গোলিন পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। প্যাঙ্গোলিনের শরীরের উপরের আবরণও কেরাটিন দিয়ে তৈরি।
চীনে এই প্রাণীর চাহিদা ব্যাপক রয়েছে। এই প্রাণীর এক কেজি মাংস সেখানে প্রায় ২৭ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়। শুধু তাই নয় এই প্রাণীর হাড়ও ওষুধ তৈরিতে কাজে লাগে। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন তৈরিতে এই প্রাণীকে ব্যবহার করে চীনারা। চীনে প্যাঙ্গুলিনকে দেখা হয় বহিরাগত প্রাণী হিসেবে।
এই প্রাণী প্রায় সাড়ে চার ফিট পর্যন্ত লম্বা হতে পারে। কীটপতঙ্গ ও পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে এরা। শিকারিদের উৎপাতে এই প্রাণীর অস্তিত্ব এখন বিপন্ন।