অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন আটক

অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন আটক। ছবি: সংগৃহীত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিনকে আটক করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে দিলশাদ আফরিনকে রাজধানী থেকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পরে বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
চিঠিতে উল্লেখ করা হয়, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও আদর্শের পরিপন্থী ছিল। সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ সুপারিশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়, যা ৮ এপ্রিল থেকে কার্যকর।
অভ্যন্তরীণ তদন্তে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
