পহেলা বৈশাখের শোভাযাত্রায় হাসিনার মুখাবয়ব

ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণকে ঘিরে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে শোভাযাত্রা। তবে এবার এই শোভাযাত্রায় থাকছে নতুন মাত্রা—শুধু নাম পরিবর্তনই নয়, প্রতীকের দিক থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
দীর্ঘদিন ধরে “মঙ্গল শোভাযাত্রা” নামে পরিচিত এই আয়োজনের নাম নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, “মঙ্গল” শব্দটির মধ্যে সর্বজনীনতা নেই এবং এতে বাংলার আপামর মানুষের সংস্কৃতির পরিপূর্ণ প্রতিফলন ঘটে না। সেই সঙ্গে শোভাযাত্রায় ব্যবহৃত কিছু প্রতীককেও সাংস্কৃতিক আগ্রাসনের নিদর্শন হিসেবে আখ্যা দেওয়া হয়।
বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে এই আয়োজন হবে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” নামে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে আয়োজিত বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।
এবারের শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত একটি মুখাবয়ব, যেটি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তৈরি করা হয়েছে। মুখাবয়বটির দুপাশে থাকবে শিংয়ের মতো অংশ। এছাড়া “জুলাই বিপ্লব”-এর প্রতীক হিসেবে একটি ১৫ ফুট উচ্চতার পানির বোতলের আদলও থাকবে, যার মধ্যে থাকবে আরও অনেক ছোট পানির বোতল শহিদদের স্মরণে।
জুলাই বিপ্লবের পর এবারই প্রথম পহেলা বৈশাখ উদযাপন হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে শোভাযাত্রার প্রতীক ও বার্তায় এসেছে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ছাপ।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এখন শুধুমাত্র সাংস্কৃতিক উৎসব নয়, বরং এটি হয়ে উঠছে সময়ের প্রতিচ্ছবি এবং জনগণের অনুভূতির প্রতিফলন।
