বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | ১৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আজ বিশ্ব যক্ষ্মা দিবস

ছবি: সংগৃহীত

আজ বিশ্ব যক্ষ্মা দিবস, যার এবারের প্রতিপাদ্য ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি: প্রতিশ্রুতিবদ্ধ হন, বিনিয়োগ করুন, বিতরণ করুন’। ২০২৪ সালে দেশে ৫.২ শতাংশ শিশু যক্ষ্মা শনাক্ত হয়েছে, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বাস্তবে দেশে শিশু যক্ষ্মা রোগীর সংখ্যা ১০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ৩১৩,৬২৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। তবে, ১৭ শতাংশ রোগী এখনো শনাক্ত হয়নি এবং তাদের এই অবস্থা যক্ষ্মা বিস্তারের বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দ্রুত শনাক্ত না হওয়া রোগীদের চিকিৎসার আওতায় আনতে হবে। তবে গত কিছুদিনে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তাদের সহায়তা কমিয়ে দেওয়ায় যক্ষ্মা প্রতিরোধ কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়ছে, বিশেষ করে সচেতনতামূলক কার্যক্রমে।

ইউএসএআইডি’র সহায়তায় আইসিডিডিআরবি এবং ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা যক্ষ্মা নিয়ন্ত্রণে গবেষণা ও সক্রিয় রোগী অনুসন্ধান প্রকল্প চালাচ্ছিল। তবে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রকল্প থমকে গেছে, যা আগামীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে বিপদের কারণ হতে পারে।

স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে যক্ষ্মা প্রতিরোধে নতুন উদ্যোগ গ্রহণ করা যায় এবং দাতা সংস্থাগুলোর সহায়তা নিশ্চিত করা যায়।

বিশ্ব যক্ষ্মা দিবসে, বাংলাদেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে এই সংকটের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিকল্প উদ্যোগ প্রয়োজন, বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

Header Ad
Header Ad

গুলশানে কয়েদির বেশে দেখা মিলল আফরান নিশোর

অভিনেতা আফরান নিশো। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কয়েদির বেশে দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। যেখানে দেখা যাচ্ছে লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া আর এই অভিনেতার দুই পাশে দুজন পুলিশ!

তাহলে গ্রেপ্তার হলেন এই অভিনেতা? না, কারণ গ্রেপ্তার হওয়ার পর সাজাপ্রাপ্ত আসামিরা কয়েদির পোশাক পান।

তাহলে এমন পোশাকে কেন অভিনেতা? প্রশ্ন আসতেই পারে, কারণ তিনি এমন কোনও অপরাধেও জড়িত নন, যার জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। তাহলে এই পোশাকের রহস্য কী?

মূলত আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এটি মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। এর ধারণা দিয়ে এই নির্মাতা বলেন, নিশান-জেরিনের ভালোবাসা-বিরহের গল্প ‘দাগি’। একই সঙ্গে চরিত্র দুটির অনুশোচনার গল্পও। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, ‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।

নির্মাতার কথা থেকে ধারণা পাওয়া যায়, এই সিনেমার মূল চরিত্রে অর্থাৎ দাগি আসামির বেশে দেখা যাবে নিশোকে। মুক্তির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) এই প্রতিবেদন লেখার সময় রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সিনেমাটির সংবাদ সম্মেলন চলমান। সেখানেই নিশো সাজাপ্রাপ্ত আসামির বেশে হাজির হয়ে চমকে দেন। এরপর মঞ্চে নির্মাতা শিহাব শাহীন হাতকড়া খুলে নিশোকে তার আসনে বসান।

এর আগে পুলিশ ভ্যানে আফরান নিশোকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। এছাড়াও সিনেমার দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ প্রযোজকরা এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

প্রসঙ্গত, ‘দাগি’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। যেটি বুধবার প্রকাশ হয়েছে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

Header Ad
Header Ad

বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

বঙ্গবন্ধু এভিনিউ (ইনসটে আবরার ফাহাদ)। ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সেই ধারাবাহিকতায়, এখন থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে 'শহীদ আবরার ফাহাদ এভিনিউ' রাখা হয়েছে।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন সড়ক, ভবন এবং স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে, যেগুলোর অধিকাংশই শেখ পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের নামে ছিল।

মঙ্গলবার, ডিএসসিসি একটি দপ্তর আদেশের মাধ্যমে এসব নামকরণের সিদ্ধান্ত ঘোষণা করেছে। জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, নামকরণ সংক্রান্ত একটি কমিটি প্রস্তাব দিয়েছিল এবং সেটি বোর্ড সভায় গৃহীত হয়। পরে স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পর নতুন নামগুলো চূড়ান্ত করা হয়েছে।

এদিকে, নামকরণের প্রেক্ষাপট হিসেবে উল্লেখযোগ্য ঘটনা হলো, ২০১৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। তার বিরুদ্ধে ভারতবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তাকে শিবির সদস্য হিসেবে চিহ্নিত করে বুয়েট ছাত্রলীগের কিছু নেতাকর্মী হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। আবরারের এই মর্মান্তিক মৃত্যু দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে। সেই হত্যাকাণ্ড স্মরণে তার নামে এই সড়কের নামকরণ করা হয়েছে।

আরও যেসব নাম বদল হলো-

# বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে আগের নাম ইনার রিং সড়ক।

# বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে আগের নাম ঝাউচর প্রধান সড়ক।

# বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক।

# শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে আগের নাম কলাবাগান শিশু পার্ক।

# শহীদ শেখ রাসেল শিশু পার্ক, যাত্রাবাড়ী এর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশু পার্ক।

# মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ।

# মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র।

# মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে আগের নাম সরাফতগঞ্জ পার্ক।

# বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করার সুপারিশ করা হয়।

# মেয়র হানিফ অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নগরভবন অডিটোরিয়াম।

# মেয়র হানিফ ফ্লাইওভারের নাম হয়েছে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার।

# মেয়র হানিফ জামে মসজিদের নাম হয়েছে আজিমপুর কবরস্থান জামে মসজিদ।

হানিফ মসজিদের নাম রাখা হয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ।

# বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।

Header Ad
Header Ad

পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন লিটন-নাহিদ-রিশাদ

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার লিটন কুমার দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। টাইগার পেসার নাহিদকে দেওয়া হয়েছে আংশিক ছাড়পত্র।

গতকাল বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, লিটন ও রিশাদকে পুরো লিগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তিন ক্রিকেটারই ২৪ মার্চ ছাড়পত্র হাতে পেয়েছেন। পিএসএলে নাহিদের দল পেশোয়ার জালমি, লিটন খেলবেন করাচি কিংসে আর রিশাদকে নিয়েছে লাহোর কালানার্স।

১১ এপ্রিল থেকে ১৮ মে হবে পিএসএল টি২০ টুর্নামেন্ট। এ সময় ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে থাকলেও লিটন, রিশাদ পিএসএলে খেলবেন। ঢাকা লিগে লিটনের দল গুলশান ক্লাব, রিশাদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিসিবির মতো ক্লাব থেকেও ছাড়পত্র নিশ্চিত করেছেন তারা। নাহিদ রানা পেশোয়ার জালমিতে যোগ দেবেন ২৬ এপ্রিল থেকে। কারণ ২০ থেকে ২৪ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন তিনি। এটিই হবে টাইগার ফাস্ট বোলারের প্রথম বৈশ্বিক টি২০ লিগ।

রিশাদ গত বছর কানাডার গ্লোবাল টি২০ আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেলেও খেলা হয়নি। সেদিক থেকে পিএসএল দিয়ে বৈশ্বিক লিগে অভিষেক করবেন এ লেগ স্পিনার। লিটন আগে আইপিএল, সিপিএল, লঙ্কান প্রিমিয়ার লিগে খেললেও পিএসএলে প্রথম। টানা ম্যাচ খেলার সুযোগ নিতে চান তিনি। বিসিবি পুরো সময়ের জন্য ছাড়পত্র দেওয়ায় খুশি লিটন।

জাতীয় দলের তিন ক্রিকেটারকে পিএসএলে ছাড়পত্র দেওয়ার কারণ জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ  বলেন,‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে আমাদের খেলোয়াড় খুব একটা খেলে না। যে কায়জন সুযোগ পেয়েছে তারাও পুরো সময় খেলতে পারনি, লিগের মাঝপথে ফেরত আনায়। বেশিরভাগ ক্ষেত্রে ছাড়পত্রই দেওয়া হতো না। এর ফলে বোর্ডগুলোর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা সম্পর্ক উন্নয়নে চেষ্টা করছি। তিনটি ছেলে পিএসএলে খেলতে পারলে ভালো হবে। ভবিষ্যতে অন্যরাও সুযোগ পাবে।’

এবার ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পিএসএল। উদ্বোধনী ম্যাচে দেখা যেতে পারে লেগি রিশাদকে। পরের দিন লিটনের করাচি কিংস খেলবে মুলতান সুলতানর্সের বিপক্ষে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গুলশানে কয়েদির বেশে দেখা মিলল আফরান নিশোর
বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’
পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন লিটন-নাহিদ-রিশাদ
দেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে
ব্যাটারিচালিত ভ্যানে শোডাউন দিয়ে নিজ এলাকায় আখতার হোসেন
আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম
মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন ট্রাম্প
মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয়: ইঞ্জিনিয়ার ইশরাক
নওগাঁয় পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ১
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর
ঈদযাত্রার চতুর্থ দিনেও হয়নি শিডিউল বিপর্যয়, ভিড় কম  
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রকৌশলীর বাড়িতে চুরি
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
শিগগিরই মারা যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন !
ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই: স্বরাষ্ট্র সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প জরুরি পরিদর্শনের সিদ্ধান্ত
টানা ছুটিতেও স্থবির হবে না অর্থনীতি: অর্থ উপদেষ্টা
যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়