কথার সঙ্গে কাজের অনুরণন দেখাতে পারলে উপকৃত হব
মাননীয় প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিতে চেষ্টা করেছেন। আমি মনে করি, এটি একটি ইতিবাচক দিক। এখনকার প্রেক্ষাপটে এটি সময়োপযোগী কথাও বলা যায়। আমরা লক্ষ করলে দেখি যে, চারদিকেই অস্থিরতা চলছে। সেকারণে বৈশ্বিক পরিবেশ যেমন অস্থির হচ্ছে তেমনি ছোটখাট দেশগুলোর পরিস্থিতি কঠিন হয়ে যায়। এমতাবস্থায় এধরনের বক্তব্যের ভিত্তি তো আছেই; সেকথা বলার অপেক্ষা রাখে না। আমরা ভালো কথা বলি কিন্তু সেই ভালো কথার গ্রহণযোগ্যতার পরিবেশ কতটা আছে, সেটি ভেবে দেখার দরকার আছে।
জাতিসংঘের এবার প্রধান বিষয় হলো ইউক্রেন। সেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো বলার চেষ্টা করেছে যে, আমাদের খাদ্য, জ্বালানি, উদ্বাস্তু ও জলবায়ু সমস্যা ইত্যাদি বিষয়গুলি নিয়ে চিন্তা করা দরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমনে আলোড়ন বিষয়টি তুলছে, কিন্তু যুদ্ধের দামামা ও সম্ভাব্য ফলাফল কী হবে, এগুলো নিয়ে মানুষের মধ্যে ভয় ও শঙ্কা রয়েছে।
কাজেই আমি মনে করি, এধরনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সেটি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী জাতিসংঘের ভূমিকার কথা বলেছেন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কতগুলো মূল্যবোধ, নীতিমালার ভিত্তিতে। সে নীতিমালাগুলো ধরে যদি এগোনো যায়, তাহলে আমাদের বক্তব্য অনেক বেশি শাণিত ও শক্তিশালী করা যাবে। আমার মনে হয় আমাদের আরও বলে যেতে হবে। বিভিন্ন দেশের নেতারা প্রায় একই কথা বলছেন।
আমাদের বাড়তি সমস্যাগুলো যেমন রোহিঙ্গা সমস্যা, খাদ্য সংকটের আশঙ্কা অথবা জ্বালানি সংকট নিয়েও আমাদের কথা বলতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা সেসব কথাই বলছেন। আমরা যে কথাটি বলছি, সেই কথাটির কাজের অনুরণন করে দেখাতে পারলে কাজের হবে। সেই জায়গায়ও আমাদের নতুন করে চিন্তা করা দরকার। নতুন করে অনুশীলন করা দরকার। বাইরে গিয়ে যদি আমরা শান্তির কথা বলি, আমাদের নিজেদের কাজের প্রেক্ষাপটেও তার প্রতিফলন থাকতে হবে। অভ্যন্তরীণ শক্তি কাঠামোকেও আমরা কীভাবে শক্তিশালী করতে পারব সেদিকেও আমাদের আরও বেশি মনযোগী হওয়া প্রয়োজন। শুধু বাইরের উপর অপেক্ষা করে থাকতে গেলে বাইরের ঝড়ো হাওয়া আমাদের আঘাত করবে। আমরা যেন সেটি আগেই প্রতিরোধ করতে পারি। সেজন্য আমাদের জাতীয় পর্যায়ে কিন্তু সম্মিলিত উদ্যোগ দরকার। সবাইকে নিয়ে আমাদের একটি প্রচেষ্টা করা দরকার। সবাইকে নিয়ে একটি প্রচেষ্টা দাঁড় করানো দরকার। এরমধ্যে দিয়ে যেসব ঝড়ো হাওয়া বা আতঙ্কের আশঙ্কা আছে এবং উদ্যোগ আছে, সেগুলো যেন ভালভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়।
লেখক: সাবেক রাষ্ট্রদূত
এসএন