ঈদেও রেহাই নেই গাজার, ইসরায়েলি হামলায় নিহত ৯

ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজায় এবারও ঈদের আনন্দ নেই। ঈদের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি নিরীহ ফিলিস্তিনিরা। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঈদের সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিশু।
ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার মুসল্লিরা। নামাজ চলাকালীন সময়েও গুলির শব্দ শোনা গেছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ঈদের নামাজের সময় গোলাগুলির শব্দ এবং ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যায়।
ঈদের আগের দিন শনিবার (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার ঈদুল ফিতরের সকালেও ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়, যার ফলে উৎসবের পরিবর্তে গাজা জুড়ে বইছে শোকের মাতম।
দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস তুলনামূলক শান্তি বজায় থাকলেও গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ৯২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০৫৪ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইতোমধ্যে ইসরায়েল সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।
