ইসরাইলে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
রোববার (৩০ মার্চ) ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। ইসরাইলের সামরিক বাহিনী জানায়, হামলার সতর্কতা হিসেবে রাজধানী তেল আবিব, জেরুজালেম সংলগ্ন এলাকা ও পশ্চিম তীরের কয়েকটি শহরে সাইরেন বাজানো হয়। ফলে সাধারণ জনগণ দ্রুত আশ্রয়স্থলে যাওয়ার সুযোগ পান।
এদিকে, ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলার আশঙ্কায় বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়।
গত ১৮ মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল নতুন সামরিক অভিযান শুরু করে। এতে প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইল লক্ষ্য করে হামলা চালাতে থাকে।
গত কয়েক দিনে এটি ছিল হুথিদের অষ্টম ক্ষেপণাস্ত্র হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলি ও মার্কিন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে।
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহরে অন্তত তিনবার হামলা চালানোর দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ ধরনের বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। ইসরাইল ও হুথি বিদ্রোহীদের মধ্যে এ উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
