ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া ও তারেক রহমান

ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া ও তারেক রহমান। ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া ঈদের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘লন্ডনে ঈদ উদযাপন হচ্ছে। ম্যাডাম তার বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। ঈদের দিনটি তিনি আপনজনদের সঙ্গে কাটাচ্ছেন।’
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনের বাসায় রয়েছেন তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। পরিবারের সদস্যরা তাকে ঘিরে ঈদের আয়োজন সাজিয়েছেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এটি তার তৃতীয় ঈদ উদযাপন লন্ডনে। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে থাকাকালীন ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এছাড়া ২০১৫ সালে এক-এগারোর পরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ কাটান তিনি।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘তিনি আগের তুলনায় অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।’
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাহিদ বলেন, ‘ম্যাডাম দেশবাসীসহ দলীয় নেতা-কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।’
গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে যান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়। সেখানে তিনি ১৭ দিন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা মহামারির সময় সরকার বিশেষ শর্তে তাকে কারাগার থেকে মুক্তি দেয়। কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কারাগার ও হাসপাতালে কেটেছে তার। সর্বশেষ তিনি ২০১৫ সালে লন্ডনে ঈদ উদযাপন করেন, যেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেবার তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও তার পাশে ছিলেন।
দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করায় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তার চিকিৎসা এবং সুস্থতা কামনায় দেশ-বিদেশের নেতাকর্মীরা শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।
