৮ বছর পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া

৮ বছর পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
আট বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেন তিনি। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে ঈদ কাটানোর সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
ঈদকে কেন্দ্র করে তারেক রহমানের বাসায় বিশেষ আয়োজন করা হয়। খালেদা জিয়ার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান—ঈদের সব আয়োজনের দায়িত্ব নেন। ঈদের দিনে বাড়ির পরিবেশ ছিল উৎসবমুখর।
সকাল থেকেই ঈদের আমেজ শুরু হয়। পরিবারের সদস্যরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এরপর বাসায় ফিরে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন সবাই। তার নাতনিরা তাকে বিশেষ ঈদ উপহার দেয়, যা তাকে অত্যন্ত আবেগাপ্লুত করে তোলে।
ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন করা হয়। তারেক রহমানের বাসায় ঐতিহ্যবাহী সেমাই, পায়েস, বিরিয়ানি, কাবাবসহ নানা রকম খাবার পরিবেশন করা হয়। পরিবারের সদস্যরা একসঙ্গে বসে দুপুরের খাবার উপভোগ করেন।
লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, "এবারের ঈদ তার জন্য বিশেষ কিছু, কারণ দীর্ঘদিন পর স্বজনদের সান্নিধ্যে এটি উদযাপন করছেন। তার নাতনিরা তাকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত। ঈদের আয়োজন ও ভালোবাসায় খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন।"
এটি ছিল খালেদা জিয়ার লন্ডনে তৃতীয়বারের মতো ঈদ উদযাপন। এর আগে, ২০১৭ সালে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে, ২০১৫ সালে প্রায় আট বছর পর তিনি পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ পালন করেন।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, "তিনি কবে দেশে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়, তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে ফেরার সম্ভাবনা রয়েছে।"
দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে খালেদা জিয়ার মন ভালো থাকলেও, তিনি দেশ ও দেশের মানুষের কথা বারবার স্মরণ করছেন বলে জানান তার ঘনিষ্ঠরা।
