ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীর ঈদুল ফিতরের নামাজ

ছবি: সংগৃহীত
ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের মধ্যেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গাজার নারী-পুরুষরা। চারদিকে ধ্বংসপ্রাপ্ত ভবনের স্তূপ, তারই মাঝে ঈদের সকাল উদযাপন করেছেন ফিলিস্তিনিরা। ছোট ছোট শিশুরা বাবার হাত ধরে ঈদগাহে এসেছে নামাজ পড়তে।
ইসরায়েলের টানা হামলার মধ্যেও ঈদের জামাতে অংশ নিয়েছেন গাজাবাসী। ফিলিস্তিনি সাংবাদিক এবং গাজার সাবেক বাসিন্দা মনসুর শোমান আল-জাজিরাকে জানান, ইসরায়েলি বোমাবর্ষণের মাঝেও বহু ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেছেন।
তিনি বলেন, “ঈদের সকাল থেকেই ভাই-বোন, মা-বাবা, দাদা-দাদি, নানু-নাতি মসজিদে বা ফাঁকা ময়দানে একত্রিত হয়েছেন। শত বাধা উপেক্ষা করেও গাজার ঐতিহাসিক শক্তিশালী সামাজিক বন্ধন ও পারিবারিক কাঠামো এখনো অটুট রয়েছে।”
শোমান আরও বলেন, “গাজায় মুদ্রার ঘাটতি ও চলমান সংকটের কারণে দুর্ভাগ্যবশত, এই প্রজন্মের শিশুরা ঈদের সেই আনন্দ উপভোগ করতে পারছে না, যা তাদের বড় ভাই-বোনরা বছরের পর বছর ধরে উপভোগ করেছে।”
ঈদুল ফিতরের আগের দিনও ইসরাইলি হামলায় রক্ত ঝরেছে গাজায়। বিভিন্ন এলাকায় ইসরাইলি বোমা বর্ষণে এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি কামান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
