অবশেষে বোলিং পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
তৃতীয়বারের চেষ্টায় সফল হলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, সাকিবের বোলিং অ্যাকশন এখন বৈধ বলে রায় দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাকিব আবারও যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন।
গত বছরের সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন উঠেছিল, যখন তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বোলিংয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। এই অভিযোগের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এরপর সাকিব প্রথমবার পরীক্ষার জন্য লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যান, কিন্তু সেবার পরীক্ষায় অকৃতকার্য হন। দ্বিতীয়বার তিনি ভারতের চেন্নাইতে পরীক্ষা দেন, তবে সেখান থেকেও সুসংবাদ পাননি। অবশেষে, তৃতীয়বার তিনি আবারও লাফবোরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন, যেখানে তিনি সফল হন এবং তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করা হয়।
গত ৯ মার্চ সাকিবের সর্বশেষ বোলিং পরীক্ষা হয়, এবং এই পরীক্ষায় তিনি মোট ২২টি ডেলিভারি দেন, যার মধ্যে বেশিরভাগই ত্রুটিমুক্ত ছিল। যদিও কিছু ডেলিভারিতে সামান্য সমস্যা ছিল, তবে তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি।
প্রসঙ্গত, সাকিব ইংল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ছিলেন এবং সারের সঙ্গে প্রায় দুই সপ্তাহের অনুশীলনে অংশ নেন। সারের উদ্দেশ্য ছিল সাকিবকে দলের অংশ হিসেবে নেওয়া, এবং সাকিব সেখানে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পেয়েছেন, যার ফলে তার প্রস্তুতি ছিল যথাযথ। এখন সাকিব আল হাসান আবারও আন্তর্জাতিক ক্রিকেটে তার পুরনো রূপে ফিরে আসতে পারবেন, এবং তার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
