মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন

ছবি : ঢাকাপ্রকাশ

দেশজুড়ে ফিরে এসেছে শান্তি, ঐক্য ও সংস্কৃতির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিন।

জাতি, ধর্ম ও সংস্কার নির্বিশেষে মানুষ নানা আয়োজনে, লোকজ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বরণ করছে নতুন বছরকে। শহর থেকে গ্রাম—সর্বত্র ছড়িয়ে পড়েছে বৈশাখের আনন্দ, আর সর্বত্র ধ্বনিত হচ্ছে—“এসো হে বৈশাখ, এসো এসো…”

ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবারের বর্ষবরণ উৎসব পেয়েছে বিশেষ মাত্রা। উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয়ভাবে রাজধানীসহ সারাদেশে বৈশাখী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সকালে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে রাগ ভৈরবীতে ‘মুক্তির গান’ পরিবেশনের মাধ্যমে সূচনা হয় প্রভাতি অনুষ্ঠানের। এবার সেখানে অনুপস্থিত ছিলেন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীদা খাতুন, যার শূন্যতা অনুভব করেছে সবাই। প্রায় দেড় শতাধিক শিল্পীর অংশগ্রহণে এ আয়োজন হয়ে উঠেছে বাঙালির সুর ও মানবতার মেলবন্ধন।

নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। আসুন, আমরা বিগত বছরের গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাই।”

পাহাড় ও সমতলের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে এবার বৈশাখী আয়োজন আরও বর্ণিল। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি উদ্যোগে আয়োজিত চৈত্রসংক্রান্তির কনসার্টে গান গেয়েছে পাহাড়ি ও সমতলের ব্যান্ডদল। আজ সকাল থেকেই সারাদেশে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে নতুন বছরের প্রথম দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বের হয় ‘নববর্ষের আনন্দ শোভাযাত্রা’, যা এবার নতুন নামে ও প্রেরণায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর সদস্যরা, যাঁরা ঐতিহ্যবাহী পোশাক ও প্রতীক নিয়ে শোভাযাত্রাকে করে তোলেন এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক মিলনমেলা। প্রতিপাদ্য ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ হয়ে উঠেছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন।

বাংলা একাডেমিতে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা। নজরুল মঞ্চে চলছে সংগীত, বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনা। সারা শহরে ছড়িয়ে রয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ, লোকসংগীত, আবৃত্তি, নৃত্য ও ড্রোন শো। রাজধানীর গণ্ডি ছাড়িয়ে এ উৎসব ছড়িয়ে পড়েছে সারাদেশ এবং প্রবাসী বাঙালিদের মধ্যেও। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ অনুষ্ঠানগুলো যেন এনে দিচ্ছে এক অভিন্ন উৎসবের স্বাদ।

এখন আর পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়—এটি হয়ে উঠেছে জাতির ঐক্য, সংস্কৃতি এবং গণতান্ত্রিক চেতনার এক দৃপ্ত প্রতীক।

Header Ad
Header Ad

নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ

নিহত কলেজছাত্র আব্দুল আলীম। ছবি: ঢাকাপ্রকাশ

নিখোঁজের তিন পর টাঙ্গাইলের কালিহাতীতে একটি সেফটি ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকার জামাল বাদশার সেফটি ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

আব্দুল আলীম পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের জহুরুলের ছেলে। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামাল বাদশা বাড়ির পিছনে গেলে সেফটি ট্যাংকের কাছ থেকে পচা দুর্গন্ধ পেয়ে সেফটি ট্যাংকের কাছে এগিয়ে গেলে ট্যাংকের ভিতরে লাশের মত কিছু দেখতে পায়। পরে এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেয়।

এরপর পুলিশ এসে সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের সাথে থাকা মানিব্যাগের ভিতর মোটরসাইকেলের কিছু কাগজপত্র দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে খবর পেয়ে আলীমের পরিবারের সদস্যরা এসে মরদেহ দেখে শনাক্ত করে।

পরিবার জানায়, আব্দুল আলীম গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি এবং অনেক খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে জানতে পারেন একটি মরদেহ উদ্ধার খবর। তাদের ধারণা, কেউ আব্দুর আলীমকে হত্যা করে তার মরদেহ ঘুম করার উদ্দেশ্যে সেফটি ট্যাংকে ফেলেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয় এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হওয়ার প্রসঙ্গ টেনে দলটির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

সবাইকে সাবধান করে তিনি আরও লিখেছেন, ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) রামপুরা-বাড্ডায় এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বেশ মানুষের সমাগম দেখা গেছে।

Header Ad
Header Ad

কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে খোলামেলা পোশাক পরিধান করে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তার বডি ফিটিং পোশাকের কারণে নাচটি অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এরপরেই শুরু হয় বিতর্ক।

এই বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন মাহি। তিনি জানান, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে এবং তার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হয়েছে। মাহি বলেন, "আমি ইভেন্টে এক ঘণ্টা পারফর্ম করেছি, সেখানে অনেক ধরনের মুদ্রা ছিল। কিন্তু কিছু অংশ জুম করে ভিডিও প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত খারাপভাবে ফুটে উঠেছে। এটা সঠিক কাজ হয়নি।"

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

এছাড়া, অভিনেত্রী আরও জানান, "অনেকের মনে হয়েছে, আমি কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু সেটা সত্য নয়। কস্টিউমের ভেতরে আমি আরো দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউমটি পুরোপুরি বডি ফিটিং ছিল, তাই এমনটি মনে হতে পারে।"

মাহি কিছুটা আক্ষেপের সুরে বলেন, "আমাদের কাছে নিজের কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই, তাই অনেক সময় আমরা চাইলেও সবকিছু পরিবর্তন বা প্রস্তুত করতে পারি না। আর এই কস্টিউমটি পেয়েছিলাম পারফরম্যান্সের একদিন আগে, তাই পরিবর্তন করারও সুযোগ ছিল না।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন
চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ
ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক
প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা
আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা