হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে এই অভিযান চালানো হয়।
দুদকের ঢাকা কার্যালয় থেকে তিন সদস্যের একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন সংস্থার উপ-পরিচালক মাহমুদুল হাসান। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিসিবির কিছু কার্যক্রম, বিশেষ করে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।
তিনি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল—২০২৩ সালের থার্ড ডিভিশন কোয়ালিফাইং টুর্নামেন্টে টিম সিলেকশনে আর্থিক দুর্নীতি হয়েছে। আগে যেখানে মাত্র ২-৩টি দল আবেদন করতো, এবার আবেদন করেছে ৬০টি দল। এর পেছনে ফি কমিয়ে এক লাখ টাকা নির্ধারণ করার একটি বড় ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
দুদক কর্মকর্তা আরও জানান, “পূর্বের বছরগুলোতে ফি ছিল ৫ লাখ টাকা, তাই আবেদনকারী কম থাকত। এবারে কম ফিতে দল বেশি হওয়ায় অনিয়ম ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব বিষয় আমরা যাচাই-বাছাই করছি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছি।”
তিনি জানান, বাছাই প্রক্রিয়ার পাশাপাশি ম্যাচের টিকিট বিক্রি সংক্রান্ত কিছু আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্ত চলমান রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
