এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

মোহাম্মদ রফিকুল আমীন। ছবি: সংগৃহীত
ডেসটিনি গ্রুপের আলোচিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবার মাঠে নামছেন নতুন রাজনৈতিক দল নিয়ে। আগামী ১৭ এপ্রিল ঢাকার হোটেল শেরাটনে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন।
ডেসটিনির ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, দল গঠনের এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাজনৈতিক নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নতুন দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ রফিকুল আমীন নিজেই, আর সদস্য সচিবের দায়িত্বে আছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম। তিনি সম্প্রতি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ থেকে পদত্যাগ করেছেন এবং নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন।
দলের পক্ষ থেকে এক শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে, “অপার সম্ভাবনার বাংলাদেশ আজ এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা করতে যাচ্ছি।”
উল্লেখ্য যে, মোহাম্মদ রফিকুল আমীন কেবল ডেসটিনি গ্রুপেরই নয়, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। একসময় অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন কেলেঙ্কারি নিয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কারাভোগ করতে হয়েছিল তাকে। ২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন।
