লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

ছবি: সংগৃহীত
বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি জানান, বাজারে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন থেকে ৯২২ টাকায় বিক্রি হবে। পাশাপাশি, খোলা পাম তেলের দামও প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

সভায় জানানো হয়, ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতে এরইমধ্যে দু’টি তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি প্রতিষ্ঠান দ্রুত উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।
সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ছাড়াও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গতবার ২০২৩ সালের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর বেশ কিছুদিন দাম স্থির থাকলেও চলমান বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হলো।
এর আগে, গত ১৩ এপ্রিল রাতেই তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। তবে সরকারি অনুমোদন না থাকায় তখন তা কার্যকর হয়নি।
