বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’

ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবার বিশেষভাবে নজর কেড়েছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।
ঢাক, ঢোল ও নানান বাদ্যযন্ত্রের ছন্দে রঙ-বর্ণে সাজানো মুখোশ ও শিল্পনির্মাণে শোভিত শোভাযাত্রাটি ঢাকাবাসীর মাঝে বর্ষবরণ উৎসবের আবহ তৈরি করে। তবে এবারের আয়োজন ছিল কিছুটা ব্যতিক্রমী। ফ্যাসিবাদের প্রতীকী প্রতিচ্ছবি হিসেবে একটি মুখাকৃতি স্থান পায় শোভাযাত্রায়, যা ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
জানা যায়, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’টি এর আগে একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও, চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সম্মিলিতভাবে নতুন করে এটি তৈরি করেন এবং তা শোভাযাত্রায় অন্তর্ভুক্ত করা হয়।
চারুকলার শিক্ষার্থীদের ভাষ্য মতে, এই মুখাকৃতি ফ্যাসিবাদবিরোধী অবস্থানের একটি সাংস্কৃতিক প্রতিবিম্ব। বর্ষবরণের উৎসব শুধু আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে প্রতিবাদ ও প্রতিরোধের একটি প্ল্যাটফর্ম—যেখানে নতুন বছরের সূচনার পাশাপাশি অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।
